ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

কাজে ফিরছেন কমলগঞ্জের অধিকাংশ চা বাগানের শ্রমিক


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ১১:৫৭
মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘ ১৯ দিনের ধর্মঘটের পর আজ রোববার (২৮ আগস্ট) সকালে দলবেঁধে কাজে ফিরেছেন চা শ্রমিকরা। কমলগঞ্জের ২৩টি চা বাগানের মধ্যে অধিকাংশ বাগানের শ্রমিকরা কাজে ফেরায় বাগানগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তবে ফুলবাড়ী চা বাগানসহ বেশ কয়েকটি চা বাগানের শ্রমিকরা বাগানে ফিরলেও কাজে যোগদান করেনি। রোববার বাগানের সাপ্তাহিক ছুটি থাকায় এসব বাগানের শ্রমিকরা সোমবার সকাল থেকে কাজে যোগদান করবেন।
 
এর আগে গতকাল শনিবার বিকালে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর কাজে ফেরার ঘোষণা দেন সাধারণ চা শ্রমিকরা। রোববার সকাল সাড়ে ৯ টায় কমলগঞ্জের মদনমোহনপুর, পাত্রখোলা, কুরমা, শ্রীগোবিন্দপুর চা বাগান ঘুরে দেখা যায়, চা শ্রমিকরা আনন্দের সাথেই হাসিমুখে বাগানে কাজে যোগ দিয়েছেন।
 
তবে ফুলবাড়ী চা বাগানে শ্রমিকরা ঝটলা বেঁধে অবস্থান করে সলাপরামর্শ করলেও তারা কাজে যোগদান করেননি। সকাল ৯টা ২০ মিনিটে ফুলবাড়ী বাগানে গিয়ে দেখা যায়, বাগানের নাচঘরে শ্রমিকরা বসে আছেন। সেকশনের প্রবেশমুখে শ্রমিকদের ঝটলা।
 
ফুলবাড়ী চা বাগানের শ্রমিক অস্ট্রমি রাজবংশী বলেন, সভাপতির সাথে আমাদের কথা আছে। তারপর কাজে ফিরব।
 
ফুলবাড়ী চা বাগানের সভাপতি মনোরঞ্জন পাল বলেন, প্রধানমন্ত্রীর মজুরি বৃদ্ধির ঘোষণায় তারা খুশি। রোববার সাপ্তাহিক ছুটি থাকায় তারা কাজে ফেরেননি। সোমবার থেকে কাজে ফিরবেন শ্রমিকরা। প্রধানমন্ত্রীর মজুরি বৃদ্ধির ঘোষণায় চা শ্রমিকরা খুশি হলেও ইউনিয়ন নেতাদের ওপর তাদের ক্ষোভ রয়েছে।
 
সকাল ১০টায় মাধবপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি বাবুল মিয়া বলেন, সাপ্তাহিক ছুটি থাকায় এখনো কাজে ফেরেননি শ্রমিকরা। তিনি যখন এ প্রতিনিধির সাথে কথা বলছিলেন তখন শ্রমিকদের কাজে ফিরতে বাগানের কারখানায় সেইরেন বাজানো হচ্ছিল।
 
মদনমোহনপুর ও শ্রীগোবিন্দপুর চা বাগানে দেখা যায়, কাজে ফিরছেন শ্রমিকরা। আলাপকালে শ্রীগোবিন্দপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি মিলন নায়েক ও সম্পাদক শ্রীরাম বাত্তি বলেন, সকালে শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্রমিকদের রেশন দেয়া হয়েছে। রেশন নিয়ে কাজে ফিরছেন তারারা। 
 
ওই বাগানের শ্রমিক সুমিত্রা দাস বলেন, পেটে দানা নেই, কাজ করমু কিলা। আন্দোলনের আগের তলব এখনো দেয়নি।
 
চা শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করেছি। শুরু থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য অপেক্ষায় থাকার পর শনিবার আমাদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তাই কাজে যোগ দিলাম।
 
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ শ্রমিকরা রোববার সকাল থেকে কাজে যোগ দিয়েছে। আমাদের ভ্যালির অন্তর্গত ২৩ চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দকেও শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি জানানো হয়েছে।

এমএসএম / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন