বাঁশখালীতে অস্ত্র কারখানার সন্ধান
চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারপূর্বক প্রস্তুতকৃত ১০টি অস্ত্রসহ মূল কারিগরকে আটক করেছে র্যাব-৭-এর একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ আগস্ট) ১৪.৪০ ঘটিকায় বাঁশখালী উপজেলার জঙ্গল চাম্বলের নতুনপাড়া এলাকার জনৈক আব্দুর রহমানের দোচালা টিনের ঘরের ভেতরে কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র তৈরি করে ক্রয়-বিক্রয় করছে মর্মে জানতে পেরে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ১০টি অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারপূর্বক অস্ত্র তৈরির মূল কারিগর জাকের হোসেনকে (৫০) আটক করতে সক্ষম হয় র্যাব-৭-এর আভিযানিক দল।
আটককৃত আসামির দেয়া তথ্যমতে উল্লিখিত আব্দুর রহমানের দোচালাবিশিষ্ট টিনের ঘরের ভেতরে সাদা প্লাস্টিকের বস্তা হতে দেশীয় তৈরি ৮টি ওয়ান শুটারগান, ২টি টু-টু রোর পিস্তল এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধারসহ অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান