হাটহাজারীতে ওএমএস-খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন
হাটহাজারী পৌরসভা ও ইউনিয়নভিত্তিক ওএমএস (উন্মুক্ত খোলা বাজার) এবং খাদ্যবান্ধব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে পৌর সদর ও ছিপাতলী ইউনিয়নে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
উপজেলার আওয়াতাধীন প্রতি ইউনিয়নে ১০০ পরিবার করে ১৪ ইউনিয়নে ১৪০০ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেয়া হয়েছে। এছাড়াও পৌরসভার আওতাধীন ৪টি স্থানে ৩০ টাকা কেজি দরে প্রতিজনকে ৫ কেজি চাল বিতরণ করা হয়েছে। তবে ন্যাযমূল্যের টিসিবির কার্ডধারীদের অগ্রাধিকারভিত্তিতে এ চাল দেয়া হচ্ছে।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি মাসে একবার ৩০ কেজি এবং ৫ কেজি করে মাসে দুবার এ চাল বিতরণ করা হবে। এ কর্মসূচি তদারকির জন্য উপজেলা পর্যায়ে একজন করে ট্যাগ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এসব কমকর্তা নিয়মিত এ কার্যক্রম তদারকি করবেন।
এ সময় উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) প্রণবীর বড়ুয়া, উপজেলা খাদ্য পরিদর্শক মঈনুল ইসলাম, ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহাসান লাভু, ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান