ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

শনিবার বিকালে চা শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২-৯-২০২২ বিকাল ৫:৯
আগামীকাল শনিবার বিকালে চা শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের দলই ভ্যালি মাঠ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন চা শ্রমিকেরা। ভিডিও কনফারেন্সকে সফল করতে দলই ক্লাব মাঠে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নেওয়া হয়েছে নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসনের দিকনির্দেশনায় এবং কমলগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শুক্রবার বিকালে ভিডিও কনফারেন্সের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ভিডিও কনফারেন্সে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এ জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ইন্টারনেট নেটওয়ার্ক নিশ্চিত করাসহ কারিগরি সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কারা কথা বলবেন, সে সকল চা শ্রমিকদের তালিকাও তৈরি করা হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভিডিও কনফারেন্সে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলার ৯২টি চা বাগান থেকে চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, নারী শ্রমিকসহ সহস্রাধিক চা শ্রমিক অংশ নেবেন। জেলার সকল উপজেলার চা বাগান এলাকার অন্তত তিনটি স্থানে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ভিডিও কনফারেন্সটি সরাসরি দেখানো হবে। এ ছাড়া হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রাম থেকেও একই সঙ্গে চা শ্রমিকেরা ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। এ সময় মৌলভীবাজারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ, চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী উপদেষ্টা রামভজন কৈরী সহ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা,আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দরা তার সাথে ছিলেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী বলেন, শনিবার বিকেলে দলই ভ্যালি ক্লাবের মাঠ থেকে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন চা শ্রমিকেরা। এ সময় অন্যান্য চা শ্রমিক প্রতিনিধিদেরও উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, ৪টি ভ্যানুতে কনফারেন্স অনুষ্ঠিত হবে। চা শ্রমিকদের পক্ষ থেকে আমাদের অনেক দাবি-দাওয়া আছে। প্রশাসন থেকে কিছু নির্দেশনা আছে। নির্দেশনার আলোকে আমরা আমাদের যে কথা আছে,সে কথা গুলো প্রধানমন্ত্রীকে বলবো।
এদিকে আজ শুক্রবার বিকাল ৪টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরীক্ষামূলক ভিডিও কনফারেন্সে কথা বলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান গণমাধ্যমকে জানান, শনিবার বিকাল ৪ টায় চা শ্রমিকদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন। তাদের আর কোনো ইস্যু থাকে সে বিষয় গুলোও তিনি শুনবেন। যেভাবে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা নির্দেশনা মোতাবেক সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত