ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাঁশখালীতে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ৪:৫৯

‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুবসমাজকে বাঁচান‘ স্লোগানে চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাধনপুরের বাণীগ্রাম উচ্চ বিদ্যালয় গেটসংলগ্ন মাঠে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন কামালের সভাপতিত্বে আয়োজিত সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) সাইফুল ইসলাম, বাঁশখালী  রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম কিবরিয়া, মাওলানা সিরাজুল ইসলাম, শিক্ষক আবু আহমদ, সাধনপুর ইউপি সদস্য করুনাময় ভট্টাচার্য, ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন, মশিউর রহমান শিবলী, আব্দুল হামিদ, মো. শফকত আলী, নন্দন দে, মো. এজাজ উদ্দীন, মহিলা সদস্যা কুলছুমা আক্তার সবুজ, দীপ্তি রানী দে,শিল্পী দেভ সঞ্চালনয় ছিলেন ইউপি সচিব নোবেল ভট্টাচার্য।

এছাড়াও সাধনপুর ইউপি চেয়ারম্যানের একান্ত সচিব মো. মুজিবুর রহমানসহ এলাকার শিক্ষাবিদ, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংঘঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে ওসি কামাল উদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ও প্রশাসন সব সময় তৎপর, কিন্তু সমাজকে মাদকমুক্ত করতে হলে সচেতন মহলকে প্রশাসনের পাশে থাকতে হবে এবং প্রশাসনকে অবহিত করতে হবে কারা এইসব মাদক চালান ও সেবন করছে সেই তথ্য দিতে হবে।

এ সময় তিনি মাদকদের সাথে জড়িতদের উদ্দেশ্যে বলেন,যারা মাদকের সাথে জড়িত তারা যেন এক সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় পরিত্যাগ করে অন্যথায় প্রশাসনের চোখ ফাঁকি দেয়ার চেষ্টা হয়তো তারা জীবনে সবচেয়ে বড় ভুলটাই করবে।প্রশাসন সবসময় তাদেরকে নজরদারিতে রাখছে, কেউ প্রশাসনকে হাজার চেষ্টা করলেও বাঁচতে পারবেনা।তাই "হয়তো মাদক ছাড়"না হয় এলাকা ছাড়" এই হুশিয়ারি দেন ওসি কামাল উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন,সন্ত্রাস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে সর্বপ্রথম ভূমিকা রাখতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের। যুব সমাজকে ধ্বংস করতে মাদক সেবন ও মাদকদ্রব্য ব্যবহারের একটি অপরাধই যথেষ্ট।তাই সমাজকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে এলাকার প্রতিটি মানুষেরই নৈতিক দায়িত্ব। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান,যুব সমাজ বাঁচান" মাদক সেবন বন্ধ করুণ,সুশীল সমাজ গড়ে তোল" এই শ্লোগান নিয়ে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে এবং প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

এমএসএম / জামান

লোহাগড়ায় ভুয়া মোহরি পরিচয়ে জমি-সংক্রান্ত প্রতারণা: হাসুর বিরুদ্ধে অভিযোগ

ত্রিশালে শর্ট পিচ নাইট ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত

যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম রেল স্টেশনের নাম পরিবর্তন

মোরেলগঞ্জে পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাদের বিক্ষোভ, অবস্থান ধর্মঘট

টাঙ্গাইল - আরিচা মহাসড়কের উপর সেফটি ট্যাংক নির্মান

ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ

মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন

গুরুদাসপুরে পুকুর খনন বন্ধে শুরু হয়েছে জেল-জরিমানা

নাগরপুরে ইট ভাটায় ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

লক্ষ্মীপুরে খুনী টিপু, নয়নের পরিত্যক্ত অভিশপ্ত বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ

কুলাউড়া আসনে জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী

নাঙ্গলকোটের হত্যা মামলার আসামি এসপি অফিসে সেলফি তুলে ভাইরাল

খুলনা নগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি ঘোষনা