ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামে অবৈধভাবে জমি দখল, ন্যায্য হিস্যা পেতে আদালতে ভুক্তভোগীরা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৩:৫৭

কুমিল্লার চৌদ্দগ্রামে অনেক বছর ধরে অবৈধভাবে ৬৭ শতক জায়গা ভোগদখল করে আসছে নূরে আলম গং নামে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগীরা সম্মিলিতভাবে কুমিল্লার আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করলে আদালত দখলকারীদের সমন জারি করে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে আসতে বললেও তারা আদালতের আদেশকে উপক্ষো করে অদ্যাবধি বিবদমান জায়গাটি নিজেদের দখলে রেখে ভোগদখল করার পাশাপাশি উল্টো মামলার বাদীপক্ষকে বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

জানা গেছে, ১৯১০ সালের ২১ সেপ্টেম্বর চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ১নং খািতয়ানভুক্ত ১৩৪ শতক জায়গা তৎকালীন ত্রিপুরার মহারাজা শ্রী শ্রী বিরেন্দ কিশোর মানিক্য বাহাদূরের কাছ থেকে স্থানীয় রাঙ্গামাটিয়া গ্রামের ছেমন গাজীর ছেলে ফতেহ আলী প্রচলিত ভূমি আইন অনুযায়ী সরকারী কোষাগারে ন্যায্য খাজনা ও উচিত মূল্য জমা দিয়ে উল্লেখিত ওই জায়গাটি নিজ নামে বন্দোবস্ত করে নেন। পরবর্তীতে ফতেহ আলী বন্দোবস্তকৃত ওই জমিটি পর্যায়ক্রমে ৫ ও ৬নং আরএস খতিয়ানভুক্ত করত: দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করেন। এরপর ফতেহ আলী নিজ জীবদ্দশায় পারিবারিক শান্তির লক্ষ্যে ১৯৩০ সালে উল্লেখিত ১৩৪ শতক জমি তার দুই পুত্র আব্দুল মজিদ ও মকবুল আহমদকে সমবন্টনে দানপত্র কবলা দিয়ে দেন।

পরবর্তীতে আব্দুল মজিদ ও মকবুল আহমেদও উল্লেখিত ওই জায়গাটি দীর্ঘদিন যাবৎ ভোগদখল করেন। মকবুল আহমেদের মৃত্যুর পর তার বড় ভাই আব্দুল মজিদ তার ব্যক্তিগত প্রয়োজনে নিজ দখলীয় ৬৭ শতক জায়গা নূরে আলম গংদের পূর্বসূরীর কাছে বিক্রি করেন। ওই সময় নিহত মকবুল আহমেদের তিন পুত্র আব্দুল মতিন, আব্দুল হাই ও আলী আশ্রাফের বয়স কম থাকায় নূরে আলমের পূর্বসূরীরা কৌশলে সমগ্র জায়গাটি (১৩৪ শতক) নিজেদের নামে খতিয়ান করে নেয় এবং দখলে নিয়ে যায়। সেই থেকে অদ্যবধি তারা ওই জায়গা নিজেদের দখলে রেখেছে। পারিবারিক বন্টননীতিমালা ও মুসলিম ফারায়েজ মতে হিস্যানুযায়ী মকবুল আহমেদের তিন পুত্র বিবাদমান ওই জমিনের ১৩৪ শতাংশের অর্ধেক তথা ৬৭ শতাংশের সমঅধিকারী বলে প্রতীয়মান হয়। ওই হিসেবে মকবুল আহমেদের যোগ্য উত্তরসূরী আব্দুল হাই এর দুই ছেলে স্বপন ও খোকন উত্তরাধিকার সূত্রে ২২ শতক জায়গার প্রকৃত মালিক বটে।

বিষয়টি নিয়ে মামলার বিবাদী নূরে আলম গংদেরকে তাদের খরিদা সম্পত্তির অতিরিক্ত জায়গা ছেড়ে দিতে বললে তারা বিষয়টিকে প্রথমদিকে আমলেই নেয়নি। পরবর্তী কাগজপত্র যাচাই-বাছাই করে দেখে তারা নিজেদের ভুল বুঝতে পেরে সু-কৌশলে বিবাদমান জায়গাটি অন্যত্র বিক্রি করে দেয়ার পাঁয়তারা করেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে নূরে আলম গং কর্তৃক জমি বিক্রির বিষয়টি আপাতত স্থগিত হলেও বাদী পক্ষকে তারা নানা প্রকার হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। এদিকে স্বপন ও খোকন গংরা আদালতের ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন।
 
এ বিষয়ে ভুক্তভোগী স্বপন সাংবাদিকদের জানান, ‘পৈত্রিক সম্পত্তির ন্যায্য হিস্যা না পেয়ে আদালতে মামলা করেছি। যারা আমাদের সম্পত্তি জোর দখল করে অবৈধভাবে ভোগ করছে, তাদের কাছে প্রকৃত কাগজপত্র নেই। গায়ের জোরেই তারা এতদিন জমিটি দখল করে ভোগ করছে। আশা করছি প্রকৃত কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর আদালত সঠিক রায় দিয়ে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিবে। এ ব্যাপারে আমি স্থানীয় প্রশাসনসহ সচেতন মহল ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করছি ’।

এ বিষয়ে মামলার বিবাদী নূরে আলম বলেন, ফতেহ আলী সরকারী খাজনা পরিশোধে ব্যর্থ হলে জমিটির বন্দোবস্ত বাতিল হয়ে যায়। এরপর ১৯৪৬ সালে মতিয়াতলী গ্রামের আকমত আলী জমিটি নিজের নামে বন্দোবস্ত নেন এবং নিজের নামে নামজারি করেন। পরবর্তীতে তিনি আব্দুল মজিদের কাছে জমিটি বিক্রি করেন। আব্দুল মজিদ তার ক্রয়কৃত জমিটি নিজের নামে খারিজ করে নেন। এরপর ১৯৫৫-৫৭ সালের সময়ের মধ্যে মোট তিনবারে আব্দুল মজিদের কাছ থেকে পৃথক পৃথক কবলায় আমার বাবা আলী আজম জমিটি ক্রয় করেন। আমার বাবাও জমিটি নিজের নামে খারিজ করেন। এরপর তিনি আবার জমিটি আমাকে কবলা দেন। এরকিছুর পর তারা কিভাবে জমির মালিকানা দাবি করে তা আমার বোধগম্য নয়। বিষয়টি আদালতে গড়িয়েছে। আমরা আদালতে সকল বৈধ কাগজপত্র দাখিল করেছি। আদালতের মাধ্যমেই এর ফায়সালা হবে।

এমএসএম / জামান

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী