ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কুতুবদিয়ায় নানা নাটকীয়তায় ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৪-৯-২০২২ বিকাল ৫:১০
কক্সবাজারের কুতুবদিয়ায় নানা নাটকীয়তায় ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। দুই গ্রুপে বিভক্ত হয়েছেন ব্যবসায়ীরা। একটি গ্রুপ তাদের ভোটের অধিকার হতে বঞ্চিত করা হয়েছে অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। অন্য গ্রুপ বলছে, নির্বাচন বানচাল করতে ওই গ্রুপটি নানা কূটকৌশল অবলম্বন করছে। 
 
জানা গেছে, সোমবার (৫ সেপ্টেম্বর) কুতুবদিয়ার প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। নির্বাচনকে ঘিরে গত ১০ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। ভোটার হয়েছেন ৫২৪ জন ব্যবসায়ী। গত ১১ আগস্ট ঘোষণা করা হয় নির্বাচনী তফসিল। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। তারা হলেন- সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী যথাক্রমে- আবুল কালাম (ছাতা) ,মিজবাহুল আলম সিকদার (চেয়ার), মঈন উদ্দিন (দেয়ালঘড়ি) ও মোহাম্মদ এহসান (বাই সাইকেল)। স্থায়ী সদস্য পদে ৪ জন প্রার্থী যথাক্রমে- মোহাম্মদ হোছাইন (বই), মো. শাহাজান (তালা), জাহাঙ্গীর হোসেন (মোরগ) এবং শাহ এমএস হারুনুর রশীদ (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  
 
এদিকে, অস্থায়ী সদস্য পদে  মনোনয়নপত্র নিয়েছেন একজন প্রার্থী। তার নাম মো. কাইছার মেম্বার। ফলে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
 
অভিযোগ উঠেছে, নির্বাচনকে ঘিরে দুই শতাধিক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে ভোটার হতে বঞ্চিত করা হয়েছে। ফলে ভোট দিতে পারবেন না তারা। ভোটার হওয়া থেকে বঞ্চিত এসব ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, ধুরুং বাজারে স্থায়ী-অস্থায়ী মিলে ৭ শতাধিক ব্যবসায়ী রয়েছেন। কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মাত্র ৫২৪ জন ব্যবসায়ীকে। বঞ্চিত ব্যবসায়ীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নির্বাচনে দাবি জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে ৩০ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ব্যবসায়ীদের একটি পক্ষ।
 
দক্ষিণ ধুরুং ইউপির মেম্বার জ্বালানি তেল ব্যবসায়ী মোর্শেদ আলম সিকদার সকালের সময়কে বলেন, আমার কাছে সব কাগজপত্র আছে। কিন্তু আমাকে ভোটার করা হয়নি। আমার মতো আরও  ছোট-বড় দুই শতাধিক ব্যবসায়ীকে অজ্ঞাত কারণে ভোটার হতে বঞ্চিত করা হয়েছে। মাত্র তিন দিনের সময় দিয়ে ভোটার তালিকা হালনাগাদ করায় অনেক ব্যবসায়ী নির্ধারিত ফি জোগাড় করতে পারেননি বলে অভিযোগ তার।
 
ধুরুং বাজারের পরিচিত ব্যবসায়ী উত্তর ধুরুং ইউপির মেম্বার ডাঃ মো.ইলিয়াস সময়কে বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার সময় প্রথমবার একজন শিক্ষক আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসেছিল। সে সময় আমার কাছে কাগজপত্র ছিল না। পরে সব কাগজ পত্র ব্যবসা প্রতিষ্ঠানে এনে রাখলেও আর কেউই আসেনি। তারা আসবে এই চিন্তায় আমিও আর তৎপর হইনি। 
 
তাদের মতো বাদ পড়া ধুরুংবাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি এস.এম মন্জুর আলম, হোমিও চিকিৎসক আব্দুল হান্নান, হোটেল ব্যবসায়ি মো: আব্দুল মান্নানসহ আরও কিছু ব্যবসায়ী একই কথা জানিয়েছেন সাংবাদিকদের। তাদের মতে এতগুলো ব্যবসায়ীকে বাদ দিয়ে নির্বাচন হলে বাজারে গ্রুপিং সৃষ্টি হবে। নিয়মিত ব্যবসায়িদের সার্ভিস চার্জ আদায় হবেনা। 
 
তবে সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়া ব্যবসায়ীরা। সাইফ উল্লাহ নামের একজন পরিচিত ব্যবসায়ী জানিয়েছেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারার বিষয়টি সম্পূর্ণ ইচ্ছেকৃত। বাজারে মাইকিং করে ব্যবসাযীদের ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। কয়েকবার করে দোকানে দোকানে গিয়েছে পরিষদের নিয়োগকৃত ব্যক্তিরা। একটি পক্ষের ইন্দনে ওইসব ব্যবসায়ীরা ভোট বানচাল করতে ভোটার হয়নি বলে জানান তিনি। 
 
ভোটার তালিকা প্রণয়নে কাজ করা একজন শিক্ষক আবদুল মান্নান। তিনি সকালের সময়কে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দায়িত্ব প্রাপ্ত হয়ে প্রায় ১৯ দিন কাজ করেছি।   ধুরুং বাজারের ব্যবসায়ীদের প্রতিটি দোকানে চার থেকে পাঁচবার পর্যন্ত গিয়েছি। অনেক ব্যবসায়ী নানাভাবে অপদস্ত করেছে। সরাসরি ভোটার হবে না বলে সাফ জবাব দিয়েছেন অনেক ব্যবসায়ী। তারমতে ইউপি নির্বাচনের পরপর এই কার্যক্রম শুরু হওয়ায় অনেকেই অনেক কিছু মনে করেছে।
 
দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ সকালের সময়কে বলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তার নির্দেশনায় গত ফেব্রুয়ারি মাসে বাজারে নিয়মমাফিক দোকানে দোকানে গিয়ে  ব্যবসায়িদের ভোটার তালিকা সম্পন্ন করা হয়েছে। তালিকা প্রণয়নের জন্য ১০ ফেব্রুয়ারী থেকে তিনদিন সময় নির্ধারণ করা হলেও কার্যক্রম চলমান রেখেছি ২৭  ফেব্রুয়ারী পর্যন্ত।২৯ ফেব্রুয়ারী ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বাদ পরাদের ভোটার হতে প্রচারণাও চালানো হয়েছে। 
 
তিনি বলেন, বাদ পরা ব্যবসায়ীরা ইচ্ছাকৃত ভোটার হয়নি। এ সংখ্যা ৫৩ জন। তারা ট্রেড লাইসেন্স নেয়নি এবং মাসিক সার্ভিস ফি বকেয়া রেখেছেন। তাছাড়া পদাধিকার বলে আমি সভাপতি। সময় থাকতে আমাকে কোন বিষয়ে কেউই কিছুই জানায়নি। আমার বরাবরে কোন অভিযোগও দেয়নি। শেষ মুহূর্তে আমাকে না জানিয়ে হঠাৎ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করার বিষয়টি ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। সরকারি নির্দেশনা মেনেই নির্বাচন যথাসময়ে হবে বলে নিশ্চিত করেন তিনি।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে
 
উপ-সহকারী প্রকৌশলী জামাল খান সকালের সময়কে বলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে ব্যবসায়ীদের পক্ষ থেকে দেয়া লিখিত অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। এতে  বাজার ব্যবসায়ীদের ভোটার থেকে বাদপরার অভিযোগ ন্যায়সংগত বলে প্রতীয়মান হয়নি। তাই পূর্ব নির্ধারিত তারিখেই ৫ সেপ্টেম্বর (সোমবার) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নিশ্চিত করেন তিনি।
 
বাজারের সাধারণ ব্যবাসীরা সকালের সময়কে জানিয়েছেন, বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে আলোচনা সমালোচনা হওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। তবে সেটি বাজার কমিটির নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারবে না। এটি মূলত স্থানীয় ইউপি নির্বাচনের প্রভাব। 

এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত