পাথরঘাটায় সাবেক এমপিসহ বিএনপির ৩৯৯ নেতাকর্মীর নামে মামলা
বরগুনার পাথরঘাটায় বিএনপিদলীয় সাবেক এমপি নুরুল ইসলাম মনি, তার ভাই সাইফুল ইসলাম জামাল, আবুল হোসেন আবু, সেলিম পহলান ও পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, আবুল কালামসহ বিএনপিদলীয় ৯৯ জনের নাম উল্লেখ করে ৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে একটি মামলা দায়ের করেছেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান ও কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন পল্টু।
মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক ওরফে সজিব (৩৫), পাথরঘাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খাইরুল ইসলাম শরীফ (২৮), রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন ওরফে নয়ন (২২), পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্য মো. শাওন (১৭) ও রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. হাসিব (১৬), রায়হানপুর ৭নং ওয়ার্ডের মো. খায়রুল (৪০), বামনা উপজেলার মো. সালাউদ্দিন। এছাড়াও ওই মামলায় আরো ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পল্টু বলেন, ৪ সেপ্টেম্বর রোববার সাবেক এমপি নুরুল ইসলাম মনি ঢাকা থেকে আসার পথে পাথরঘাটা সিঅ্যান্ডবি নামক স্থানে বসে তার লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর হামলা চালায় এবং আমাদের অনেক গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর পাথরঘাটা থানায় মামলা করা হয়েছে।
জানতে চাইলে সাবেক এমপি নুরুল ইসলাম মনির ভাই সাইফুল ইসলাম জামাল বলেন, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা অনুযায়ী ৫ সেপ্টেম্বর সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় পাথরঘাটা উপজেলা বিএনপি। ওই সমাবেশে যোগদানের লক্ষ্যে ৪ সেপ্টেম্বর রোববার সাবেক এমপি নুরুল ইসলাম মনি ঢাকা থেকে বরগুনার পাথরঘটার নাচনাপাড়ায় নিজ বাড়িতে আসার পথে রায়হানপুর ইউনিয়নের সিঅ্যান্ডবি নামক স্থানে আসামাত্রই মনিকে এগিয়ে আনতে যাওয়া গাড়িবহরে ও মনির সমর্থকদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তিনি আরো বলেন, হামলায় আমাদের শতাধিক নেতাকর্মী আহত হওয়াসহ দুই শতাধিক মোট সাইকেল ভাংচুর করা হলেও উল্টো আমাদের নামে মামলা করা হচ্ছে।
জামাল বলেন, রোববারের হামলায় এখনো অনেক নেতাকর্মী ভয়ে ঘরে ফিরেতে পারছেন না এবং তিনজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাথরঘাটায় বেআইনিভাবে সমাবেশ, হামলা, মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন পল্টু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল
দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ
গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত
ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন
আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা
শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার
ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা
বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন
Link Copied