ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পাথরঘাটায় সাবেক এমপিসহ বিএনপির ৩৯৯ নেতাকর্মীর নামে মামলা


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ১:৩
বরগুনার পাথরঘাটায় বিএনপিদলীয় সাবেক এমপি নুরুল ইসলাম মনি, তার ভাই সাইফুল ইসলাম জামাল, আবুল হোসেন আবু, সেলিম পহলান ও পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, আবুল কালামসহ বিএনপিদলীয় ৯৯ জনের নাম উল্লেখ করে ৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে একটি মামলা দায়ের করেছেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান ও কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন পল্টু।
 
মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক ওরফে সজিব (৩৫), পাথরঘাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খাইরুল ইসলাম শরীফ (২৮), রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন ওরফে নয়ন (২২), পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্য মো. শাওন (১৭) ও রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. হাসিব (১৬), রায়হানপুর ৭নং ওয়ার্ডের মো. খায়রুল (৪০), বামনা উপজেলার মো. সালাউদ্দিন।  এছাড়াও ওই মামলায় আরো  ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
 
পল্টু বলেন, ৪ সেপ্টেম্বর রোববার সাবেক এমপি নুরুল ইসলাম মনি ঢাকা থেকে আসার পথে পাথরঘাটা সিঅ্যান্ডবি নামক স্থানে বসে তার লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর হামলা চালায় এবং আমাদের অনেক গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর পাথরঘাটা থানায় মামলা করা হয়েছে।
 
জানতে চাইলে সাবেক এমপি নুরুল ইসলাম মনির ভাই সাইফুল ইসলাম জামাল বলেন, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা অনুযায়ী ৫ সেপ্টেম্বর সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় পাথরঘাটা উপজেলা বিএনপি।  ওই সমাবেশে যোগদানের লক্ষ্যে ৪ সেপ্টেম্বর রোববার সাবেক এমপি নুরুল ইসলাম মনি ঢাকা থেকে বরগুনার পাথরঘটার নাচনাপাড়ায় নিজ বাড়িতে আসার পথে রায়হানপুর ইউনিয়নের সিঅ্যান্ডবি নামক স্থানে আসামাত্রই মনিকে এগিয়ে আনতে যাওয়া গাড়িবহরে ও মনির সমর্থকদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
 
তিনি আরো বলেন, হামলায় আমাদের শতাধিক নেতাকর্মী আহত হওয়াসহ দুই শতাধিক মোট সাইকেল ভাংচুর করা হলেও উল্টো আমাদের নামে মামলা করা হচ্ছে।
 
জামাল বলেন, রোববারের হামলায় এখনো অনেক নেতাকর্মী ভয়ে ঘরে ফিরেতে পারছেন না এবং তিনজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
 
জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাথরঘাটায় বেআইনিভাবে সমাবেশ, হামলা, মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন পল্টু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। 

এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত