ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

প্রশাসনকে থোরাই কেয়ার

বিশেষজ্ঞ চিকিৎসক, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক মালিকদের খপ্পরে খুমেক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ১২:২

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্লিনিক মালিকরা বেতন দিয়ে দালালদের পুষছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খুঁটি শক্ত হওয়ায় প্রশাসনকে কেয়ার করছে না এই দালাল চক্র। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীর একটা অংশ শক্তিশালীভাবে সহায়তা করে আসছে বলেও অভিযোগ রয়েছে। প্রায়ই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও তারা সুকৌশলে বেপরোয়া হয়ে প্রাইভেট ক্লিনিকে রোগী নিয়ে যাচ্ছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা যায়, দালালরা ক্লিনিক-ডায়াগনস্টিকের বেতনভুক্ত কর্মচারী এবং কেউ কেউ কমিশন নিয়েও কাজ করে থাকেন। সম্প্রতি ৩২ জন দালাল আটক হলেও আড়ালে থেকে যাচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিকের মালিকরা।

সূত্র থেকে জানা যায় মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্লিনিক চক্রের সিন্ডিকেট পরিচালনার কৌশল। মেডিকেলের চিকিৎসক ও কর্মকর্তাদের বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিকে দহরম-মহরম লক্ষণীয়। কোন কোন ক্লিনিক ডায়াগনস্টিকের এজেন্টরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  থাকতে পারবে তা নির্ধারণ করে থাকে মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মকর্তাদের এ চক্রটি।

সম্প্রতি গ্রেফতারকৃত ৩২ জনের মধ্যে মেডিকেলের একজন ডাক্তারের নিয়ন্ত্রণাধীন ৭ জনের  একটি গ্রুপ কাজ করছিল মেডিকেল কলেজ হাসপাতালে। তার মধ্যে ৫ জনের কাজ ছিল মেডিকেলে থাকা অন্যান্য ক্লিনিক ডায়াগনস্টিকের এজেন্টদের পর্যবেক্ষণে রাখা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিস্তারিত তথ্য দিয়েছেন, প্রথমে তাকে ৬৫০০ টাকা বেতনে খুলনার একটি ডায়াগনস্টিকে নিয়োগ দেয়া হয়। পরে তাকে খুলনা মেডিকেলের রোগী বাগানোর দায়িত্ব দেয়া হয় এবং রোগীপ্রতি টেস্পে কমিশন পেতেন। খুলনা মেডিকেলের সিন্ডিকেটের বাইরের কেউ রোগী বাগানোর চেষ্টা করলে তাদের জন্য রয়েছে পেটোয়া বাহিনী। এই পেটোয়া বাহিনী মেডিকেলে বিভিন্ন টেন্ডারের সাথেও জড়িত।

ডায়াগনস্টিকের নিয়োগপত্রের ব্যাপারে সূত্র বলে, স্যাররা কখনই নিয়োগপত্র দেন না। আর কেউই অনেক ঠ্যাকায় না পরলে এই দালালি করতে চায় না। 

অনুসন্ধানের দ্বিতীয় ধাপে উঠে আসে পরিস্থিতির শিকারের সুযোগ নিয়ে দালাল বানানোর কৌশল। আউটসোর্সিং  ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগকৃত ২১১ জন কর্মচারীর বিগত দেড় বছর ধরে বেতন হয় না। তার মধ্যে নতুন ঠিকাদারের টেন্ডারে নিয়োগ হয় ২১৪ জনের। তাদের বেতন হয়নি আবার পূর্বে নিয়োগকৃত ২১১ জনও একইভাবে বেতনবিহীন রয়েছেন।

বিতন না পেয়ে তারা চলছে কিভাবে? উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে িআসে আউট সোর্সিংয়ের কার্ড পাওয়া কর্মচারীদের অর্থের বিনিময়ে ডায়াগনস্টিকের এজেন্ট হিসেবে কাজ করানোর সিস্টেম। অন্যদিকে আউটসোর্সিংয়ের লোক বিধায় প্রশাসন এদের কিছু বলতে পারে না। এই সুযোগকে কাজে লাগিয়ে চক্রটি রোগীদের বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা।সেই সাথে একটি চক্র মেডিকেলের বেড বাণিজ্য করে থাকে। তাদের পরিচয় জানতে চাইলে আউটসোর্সিংয়ের কার্ড দেখিয়ে দেয়।

দালাল চক্রটির কাছে অনেক স্বনামখ্যাত ডাক্তারও জিম্মি। সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে না অনেকেই মিথ্যা গুজব রটিয়ে  হয়রানি শিকার হওয়ার ভয়ে।

এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো .রবিউল হাসান বলেন, দালাল সিন্ডিকেটের পেছনে চিকিৎসকরা জড়িত, এমন কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, বিভিন্ন সময়ে আমরাও দালালদের ধরেছি। তবে র‌্যাব-৬-এর কাছে অভিযোগ দেয়ার পর তারা চৌকস বিধায় ৩২ জন দালালকে চিহ্নিত করে ধরতে পেরেছে।

হাসপাতালে দালালরা রোগীদের প্ররোচিত করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ৫০০ বেডের হাসপাতালে ১২০০-১৩০০ রোগী থাকে। এ কারণে বিভিন্ন টেস্টের জন্য রোগীদের অপেক্ষা করতে হয়। এই অপেক্ষার সুযোগ নিয়ে দ্রুত কম টাকায় টেস্ট-রিপোর্ট করানোর প্রলোভন দেখিয়ে দালালরা ক্লিনিক-ডায়াগনস্টিকে সেন্টারে রোগী নিয়ে যায়।

মেডিকেলের ল্যাব টেস্টের ব্যাপারে তিনি বলেন, বর্তমানে রোগীদের সেবা দিতে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ল্যাব টেস্ট করা হয়। মেডিকেল দালালমুক্ত করতে নিয়মিত মনিটরিং চালু রয়েছে বলে তিনি জানান এবং দূর-দূরান্ত থেকে আসা রোগী ও আত্মীয়স্বজনদের সতর্ক থাকতে অনুরোধ করেন।

 

এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত