ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বি‌ধিনি‌ষেধ উপেক্ষা ক‌রে ধুমধাম আয়োজনে যুবলীগ চেয়ারম্যানের জন্মদিন উদযাপন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ২:৩
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রজ্ঞাপন জারি করে সব ধরনের সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হলেও আশুলিয়ায় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশের জন্মদিন ঘটা করে উদযাপন করা হয়েছে। গত সশুক্রবার সন্ধ্যায় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের নিজ বাসায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় কোনো ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলেনি আয়োজক কর্তৃপক্ষ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলে শিশুসহ যুবলীগের শতাধিক নেতাকর্মী, যাদের অধিকাংশেরই মুখে ছিল না কোনো মাস্ক। আমন্ত্রিত ব্যক্তিরাও মেনে চলেননি কোনো সামাজিক দূরত্ব। প্রশাসনের নাকের ডগায় এ রকম অনুষ্ঠানের আয়োজন কিভাবে সম্ভব হলো বলেও জনমনে প্রশ্ন উঠেছে। 
 
এ বিষয়ে জানতে চাইলে জন্মদিনের আয়োজক আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে ১০০ এতিম শিশু নিয়ে দোয়ার অনুষ্ঠান করেছি। এতে কোনো ধরনের জনসমাগম হয়নি। এতে কোনো সমস্যা হয়নি বলেও মনে করেন এই যুবলীগ নেতা। 
 
জন্মদিনের এ আয়োজক বলেন, আমরা তো সচেতন, দেশের সব জায়গাতেই যুবলীগ চেয়ারম্যানের জন্মদিন পালন করা হয়েছে। সে হিসেবে আমরাও করেছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে আপনাদের সমস্যা কোথায়? একপর্যায়ে প্রশ্নকারী সাংবাদিকের ওপর চড়াও হন যুবলীগ নেতা কবির হোসেন সরকার।
 
ঘটা করে পালন করা জন্মদিনের এই অনুষ্ঠানে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক ও আয়োজক কবির হোসেন সরকার নিজে, থানা যুবলীগের যুগ্ম-আহ্বা্য়ক মৱ মইনুল ইসলাম ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরুল আমীন সরকার, আশুলিয়া থানা যুবলীগ নেতা সালাউদ্দীন সরকার, মাহবুব সরকার, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মণ্ডল, সোহেল সরকার, কাইয়ুম খানসহ যুবলীগের উল্লেখযোগ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
জন্মদিন আয়োজনের ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি এস মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি এখানে এতিম বাচ্চাদের খাওয়ানো হয়েছে। তবে বিষয়টি পজিটিভলি দেখার অনুরোধ জানান তিনি।
 
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সরকারি বিধিনিষেধ থাকা অবস্থায় জন্মদিনসহ ‌যে কোনো ধরনের অনুষ্ঠান পালন করা যাবে না। আশুলিয়া থানা যুবলীগের জন্মদিনের অনুষ্ঠানের বিষয়ে আমার জানা ছিল না। তবে এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন এই কর্মকর্তা।

এমএসএম / জামান

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: রফিকুল ইসলাম খান

তেরখাদায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে চালকের মৃত্যু

কুড়িগ্রামের কচাকাটায় পুকুরে মিললো বৃদ্ধের মরদেহ

বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে ক্যাসিনো জুয়ায় জড়িত থাকায় দু'ব্যক্তির কারাদণ্ড

বড়লেখায় রেললাইনে গুরুত্বপূর্ণ রাস্তায় লেভেল ক্রসিং পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

মসজিদের মিম্বার থেকে পার্লামেন্ট সকল স্তরে ওলামাদের বিচরণ হবে-শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী

জামালের খুনিদের গ্রেপ্তার দাবীতে উত্তাল জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল

ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে ডাক্তার মোঃ ইউনুস আলী

চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে স্বাগত মিছিল ও মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরী–উচিৎপুর নৌপথে লাগামহীন ভাড়ায় অতিষ্ঠ যাত্রীরা

আন্দোলন নয়, জমি নিয়ে মারামারি তবুও জুলাই যোদ্ধার স্বীকৃতি পেয়েছেন জাহিদ

সংকটে পড়া বৃদ্ধা আশ্রমের পাশে দাঁড়ালেন সমাজ সেবক আব্দুল করিম