ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বি‌ধিনি‌ষেধ উপেক্ষা ক‌রে ধুমধাম আয়োজনে যুবলীগ চেয়ারম্যানের জন্মদিন উদযাপন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ২:৩
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রজ্ঞাপন জারি করে সব ধরনের সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হলেও আশুলিয়ায় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশের জন্মদিন ঘটা করে উদযাপন করা হয়েছে। গত সশুক্রবার সন্ধ্যায় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের নিজ বাসায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় কোনো ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলেনি আয়োজক কর্তৃপক্ষ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলে শিশুসহ যুবলীগের শতাধিক নেতাকর্মী, যাদের অধিকাংশেরই মুখে ছিল না কোনো মাস্ক। আমন্ত্রিত ব্যক্তিরাও মেনে চলেননি কোনো সামাজিক দূরত্ব। প্রশাসনের নাকের ডগায় এ রকম অনুষ্ঠানের আয়োজন কিভাবে সম্ভব হলো বলেও জনমনে প্রশ্ন উঠেছে। 
 
এ বিষয়ে জানতে চাইলে জন্মদিনের আয়োজক আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে ১০০ এতিম শিশু নিয়ে দোয়ার অনুষ্ঠান করেছি। এতে কোনো ধরনের জনসমাগম হয়নি। এতে কোনো সমস্যা হয়নি বলেও মনে করেন এই যুবলীগ নেতা। 
 
জন্মদিনের এ আয়োজক বলেন, আমরা তো সচেতন, দেশের সব জায়গাতেই যুবলীগ চেয়ারম্যানের জন্মদিন পালন করা হয়েছে। সে হিসেবে আমরাও করেছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে আপনাদের সমস্যা কোথায়? একপর্যায়ে প্রশ্নকারী সাংবাদিকের ওপর চড়াও হন যুবলীগ নেতা কবির হোসেন সরকার।
 
ঘটা করে পালন করা জন্মদিনের এই অনুষ্ঠানে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক ও আয়োজক কবির হোসেন সরকার নিজে, থানা যুবলীগের যুগ্ম-আহ্বা্য়ক মৱ মইনুল ইসলাম ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরুল আমীন সরকার, আশুলিয়া থানা যুবলীগ নেতা সালাউদ্দীন সরকার, মাহবুব সরকার, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মণ্ডল, সোহেল সরকার, কাইয়ুম খানসহ যুবলীগের উল্লেখযোগ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
জন্মদিন আয়োজনের ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি এস মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি এখানে এতিম বাচ্চাদের খাওয়ানো হয়েছে। তবে বিষয়টি পজিটিভলি দেখার অনুরোধ জানান তিনি।
 
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সরকারি বিধিনিষেধ থাকা অবস্থায় জন্মদিনসহ ‌যে কোনো ধরনের অনুষ্ঠান পালন করা যাবে না। আশুলিয়া থানা যুবলীগের জন্মদিনের অনুষ্ঠানের বিষয়ে আমার জানা ছিল না। তবে এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন এই কর্মকর্তা।

এমএসএম / জামান

ধামইরহাটে ওয়ার্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে বিএনপির কর্মসূচিতে সাংবাদিক  হেনস্তার শিকার

পটুয়াখালীতে আলোচি লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা মামলা: তিন আসামির ১০ বছরের কারাদণ্ড

দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন

হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হল শিবির নেতা

তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক

টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজের ব্লক নির্মাণে এলজিইডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যুবককে কুপিয়ে যখম

জয়পুরহাটে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সিরাজদিখানে ১২৮জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁওয়ে সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

বগুড়ায় বিষপানে স্ত্রীর আত্মহত্যা: স্বামীসহ পরিবারের সবাই পলাতক

৮ দফা দাবীতে খুলনা বিভাগের সিএইচসিপিদের মানববন্ধন