বিধিনিষেধ উপেক্ষা করে ধুমধাম আয়োজনে যুবলীগ চেয়ারম্যানের জন্মদিন উদযাপন
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রজ্ঞাপন জারি করে সব ধরনের সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হলেও আশুলিয়ায় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশের জন্মদিন ঘটা করে উদযাপন করা হয়েছে। গত সশুক্রবার সন্ধ্যায় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের নিজ বাসায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় কোনো ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলেনি আয়োজক কর্তৃপক্ষ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলে শিশুসহ যুবলীগের শতাধিক নেতাকর্মী, যাদের অধিকাংশেরই মুখে ছিল না কোনো মাস্ক। আমন্ত্রিত ব্যক্তিরাও মেনে চলেননি কোনো সামাজিক দূরত্ব। প্রশাসনের নাকের ডগায় এ রকম অনুষ্ঠানের আয়োজন কিভাবে সম্ভব হলো বলেও জনমনে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে জন্মদিনের আয়োজক আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে ১০০ এতিম শিশু নিয়ে দোয়ার অনুষ্ঠান করেছি। এতে কোনো ধরনের জনসমাগম হয়নি। এতে কোনো সমস্যা হয়নি বলেও মনে করেন এই যুবলীগ নেতা।
জন্মদিনের এ আয়োজক বলেন, আমরা তো সচেতন, দেশের সব জায়গাতেই যুবলীগ চেয়ারম্যানের জন্মদিন পালন করা হয়েছে। সে হিসেবে আমরাও করেছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে আপনাদের সমস্যা কোথায়? একপর্যায়ে প্রশ্নকারী সাংবাদিকের ওপর চড়াও হন যুবলীগ নেতা কবির হোসেন সরকার।
ঘটা করে পালন করা জন্মদিনের এই অনুষ্ঠানে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক ও আয়োজক কবির হোসেন সরকার নিজে, থানা যুবলীগের যুগ্ম-আহ্বা্য়ক মৱ মইনুল ইসলাম ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরুল আমীন সরকার, আশুলিয়া থানা যুবলীগ নেতা সালাউদ্দীন সরকার, মাহবুব সরকার, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মণ্ডল, সোহেল সরকার, কাইয়ুম খানসহ যুবলীগের উল্লেখযোগ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জন্মদিন আয়োজনের ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি এস মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি এখানে এতিম বাচ্চাদের খাওয়ানো হয়েছে। তবে বিষয়টি পজিটিভলি দেখার অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সরকারি বিধিনিষেধ থাকা অবস্থায় জন্মদিনসহ যে কোনো ধরনের অনুষ্ঠান পালন করা যাবে না। আশুলিয়া থানা যুবলীগের জন্মদিনের অনুষ্ঠানের বিষয়ে আমার জানা ছিল না। তবে এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন এই কর্মকর্তা।
এমএসএম / জামান
মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদ : পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের
আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী রেজুর মতবিনিময় সভা
সিংগাইরে ১৪৪ ধারা বিধি মানছেননা প্রতিপক্ষ হতে পারে সংঘর্ষ
কেরুজ চিনিকলে আলোচিত ১০৪ শ্রমিক মরসুমি থেকে স্থায়ীকরণ বানিজ্য ফেঁসে গেলেন সাবেক এমডি মোশারফ ও ৫ জিএম সহ ১০ কর্মকর্তা
কক্সবাজার থেকে ইয়াবা পাচারকালে আনোয়ারায় ৫৫ লাখ টাকার ইয়াবাসহ আটক-২
রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের” উদ্যোগে অসহায়, দরিদ্রদের মাঝে বস্তু বিতরণ
সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা মাসুদের বাড়ি বাউফলে!
কুড়িগ্রামে খাতা-কলমে থাকলেও বাজারে নেই ডিলার,সার নিয়ে ছিনিমিনি
চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা
নোয়াখালীতে টার্মিনালে দাড়িয়ে থাকা বাসে আগুন
জয়পুরাহাটে একাডেমি কাপ অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ
সাহিত্যপ্রেমীদের জন্যে পর্দা উঠলো বইমেলার
Link Copied