হাটহাজারীতে বসতঘরে আগুন
চট্টগ্রামের হাটহাজারীতে আগুন লেগে ৫টি বসতঘর পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলাধীন চৌধুরীহাট এলাকায় ছোনাগাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রান্নার গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হওয়ার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে রাত সাড়ে ১১টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এর আগে ৫ মালিকের ১৩ কক্ষবিশিষ্ট সেমি-পাকা ঘর পুড়ে যায়।
হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এতে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১৫ লাখ টাকার মালামাল উদ্বার করা হয়। তবে লোকজনের হতাহতের ঘটনা ঘটেনি।
এমএসএম / জামান