দোহাজারীতে বেপরোয়া গাড়ি পিষে দিল পথচারীকে
চট্টগ্রামের চন্দনাইশে বেপরোয়া গাড়ির ধাক্কায় সাব্বির হোসেন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দোহাজারী পৌরসভাস্থ হাজারী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাস (শ্যামলী পরিবহন) ঢাকা মেট্রো ব-১৪-০১৫০ বেপরোয়া গতিতে ছুটে আসছিল। ঠিক সে সময়ে সাব্বির রাস্তা পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের বাসটি দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই শিশুটির দেহ খণ্ডবিখণ্ড হয়ে ছড়িয়ে-ছিটিয়ে যায় চারদিকে।
নিহত সাব্বির দোহাজারী পৌরসভাস্থ সরকারপাড়া এলাকার আলী হোসেনের ছেলে বলে জানা যায়। দুর্ঘটনায়কবলিত গাড়িটি দোহাজারী হাইওয়ে থানায় নেয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে বলে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।
এমএসএম / জামান