চন্দনাইশে ইয়াবা ও ধর্ষণ মামলার আসামীসহ আটক ৩
চট্টগ্রাম চন্দনাইশে এক হাজার একশত পিচ ইয়াবা ট্যাবলেট,নগদ সত্তর হাজার টাকা,দেশীয় তৈরী ৫ লিটার চোলাইমদ,একটি কালো রংয়ের সুজুকি মোটর সাইকেলসহ ২জন এবং অপহরণ করে ধর্ষণ মামলার আসমী একসহ মোট তিন জনকে আটক করেছে থানা পুলিশ। আজ ১০ সেপ্টেম্বর পৃথক পৃথক অভিযানে ভিত্তিতে এদের আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, চন্দনাইশ থানার এসআই খালেকুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স রাত ৩টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন সাতবাড়ীয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড নগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা,নগদ টাকা,চোলাইমদ ও একিট মোটর সাইকেল যাহার রেজি:নং-(চট্ট:মেট্রো:ল-১৭-
এমএসএম / এমএসএম