শুকরিয়া প্রোপার্টিস
বাড়ির স্বপ্ন দেখেন প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী
ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আবুল হোসেন (ছদ্মনাম)। সহায়-সম্বল কিছু নেই বললেই চলে। থাকেন স্কুলের বারান্দায় ছোট একটি রুমে। তার সঙ্গে থাকে ৯ম ও ৭ম শ্রেণিতে পড়ুয়া দুই মেয়ে। আবুল হোসেন স্বপ্ন দেখেন তারও একটি বাড়ি হবে, গোছাল সংসার হবে। সেখানে মেয়েদের নিয়ে থাকবে। কষ্টের দিন আজ কিংবা কাল লাঘব হবে। আর কতদিন স্কুল ঘরে থাকবে। মেয়েরা বড় হচ্ছে, মেয়ে নিয়ে চিন্তার শেষ নেই তার। নিজের বাড়িতে মেয়েদেরকে ধুমধাম করে বিয়ে দিবে। তার সেই স্বপ্ন পূরণে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে শুকরিয়া প্রোপার্টিসের তিন কর্ণধার। শহরের আদলে গ্রামে আধুনিক নগরীর সকল সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করছে তারা। বোয়ালমারী উপজেলায় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয় শুকরিয়া প্রোপার্টিস।
কথা হয় শুকরিয়া প্রোপার্টিস এর একজন প্রতিষ্ঠাতা শাহারুল আলম মিনা (হিমেল) সঙ্গে। তিনি জানান, গত ৬ মাসের ৩টি প্রকল্পের মোট ২২টি প্লট এর মধ্যে ১২টি ইতোমধ্যে বিক্রি হয়েছে। প্রকল্পের প্রথম প্লটটি তাকে (আবুল হোসেন)কে দেয়া হয়। শুধু তাই নয়, সবচেয়ে কম মূল্যে আমাদের কাছ থেকে সে প্লটটি পেয়েছে। তার স্বপ্ন একধাপ এগিয়ে যেতে সহায়তা করেছি আমরা। আর্থিক সমস্যা ও অসহায়ত্বের কারণে তাকে দীর্ঘ মেয়াদী সময় দেয়া হয়েছে সম্পূর্ণ প্লট এর টাকা পরিশোধ করার জন্য। এছাড়া, বিশেষ বিশেষ ক্ষেত্রে দরিদ্র, মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষদের কাছে আমরা প্লট বিক্রি করে থাকি। দিনদিন আমাদের প্রতি মানুষে বিশ্বস্ততা ও ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। অনেক প্রবাসীরা আমাদের ফোন করছেন, তথ্য-উপাত্ত নিচ্ছেন। আশা করি, বোয়ালমারীতে সুন্দর ও বাসযোগ্য আবাসন প্রকল্প তৈরি করতে পারবো।
নানাবিধ সুযোগ সুবিধা সম্পর্কে জনাতে চাইলে তিনি বলেন, আমরা গ্রাম উন্নয়নে বেশি কাজ করছি পাশপাশি এই উপজেলায় একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি লক্ষ্যে প্রচেষ্টা চালাচ্ছি। লেখাপড়ার সুযোগ, বিদ্যুৎ, প্রস্থরাস্তা-ঘাট, সুপেয় পানি, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন, খেলার মাঠ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতসহ নানা সুবিধা থাকবে এখানে।
বিভিন্ন কিস্তিতে টাকা পরিশোধ করার সুযোগ আছে কিনা জানাতে চাইলে তিনি বলেন, যেহেতু আমরা এই প্রকল্পটা শুরু করেছি সব শ্রেণির মানুষের জন্য তাই ব্যক্তির অবস্থান ও চাহিদা অনুযায়ী বিভিন্ন মেয়াদে ও কিস্তিতে টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে। অভাব-অনটন যাতে কারো স্বপ্ন পূরণে বাধা হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। বিশেষ করে- শিক্ষক, বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী ও সরকারি চাকুরিজীবীদের স্বাধ্যের মধ্যে সব ব্যবস্থা রেখেছি। সম্প্রতি সেনা বাহিনীর সাবেক কর্মকর্তা আমাদের একটি প্লট ক্রয় করেছেন। এছাড়া ডাক্তার, শিক্ষক, আমেরিকা প্রবাসী, স্থানীয় ব্যবসায়ী ও চাকুরিজীবীরা আমাদের এই প্লট ক্রয় করেছেন।
মফস্বল বা গ্রামে কেনো এই উদ্যোগ নেয়া হয়েছে? এই বিষয়ে বিস্তারিত ভাবে তিনি তুলে ধরেন, যে কোনো দেশের উন্নয়নের পথে বড় অন্তরায় গ্রামকেন্দ্রিক বা মফস্বলকেন্দ্রিক উন্নয়ন না হওয়া। অর্থাৎ আধুনিক যুগে এসে গ্রামকে আড়ালে রেখে খুব বেশি অগ্রগতি সম্ভব নয়। এ জায়গায় বাংলাদেশ অনেকটা পিছিয়ে। দেশের শহরগুলোয় যে ধরনের উন্নয়নের ছোঁয়া লেগেছে, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা গড়ে উঠেছে, সে তুলনায় গ্রামকেন্দ্রিক উন্নয়ন খুবই নগণ্য।
গ্রামকে কেন্দ্র করে গড়ে তুলতে হবে শিল্প-কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও বড় বড় বিপণিবিতান। দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের গ্রামে বিনিয়োগ করতে উৎসাহিত করতে হবে। এই জন্য শুকরিয়া প্রোপার্টিস আধুনিক শহুরে পরিবেশে সাজাতে চায় মফস্বল এলাকাকে। নিচ্ছে নানাবিধ পদক্ষেপও। এর ফলে একদিকে যেমন গ্রামীণ জীবনে উন্নয়ন পরিলক্ষিত হবে, তেমনি শহরমুখী মানুষের চাপও অনেকাংশে কমে যাবে।
সাদিক পলাশ / সাদিক পলাশ
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার