ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

দর্শনা থানার এসআই নিতীশের বিরুদ্ধে অভিযোগ


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১২-৯-২০২২ বিকাল ৫:৪৪

দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) নিতীশের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। আদালতের জামিনের কাগজপত্র এ থানায় জমা দিতে এলে ভয়ভীতি দেখিয়ে এসআই নিতীশ ২০ হাজার টাকা দাবি করলে অবশেষে হাতে-পায়ে ধরে ২৫০০ টাকা দিতে বাধ্য হয়েছেন আদালতের সদ্য জামিনপ্রাপ্ত আসামি রহিম। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৯ সেপ্টম্বর) সন্ধ্যার দিকে দর্শনা থানার সামনে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সিপাতের ছেলে রহিম ও তার দুলাভায়ের বিরুদ্ধে গত ৫ জুলাই আদালতে অপহরণ মামলা করেন একই উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের পশ্চিম পাড়ার সাহাবুদ্দিনের স্ত্রী রংমালা ওরফে কটি। যার মামলা নং জে/আর- ১৫১। এ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন দর্শনা থানার এসআই নিতীশ বিশ্বাস। এ মামলায় গত ১৮ জুলাই হাজিরা দিতে গেলে আদালত রহিম ও তার দুলাভাইকে জেলহাজতে আটক রাখার আদেশ প্রদান করেন।

পরবর্তীতে এ মামলার বাদি বিবাদী পক্ষ আপস-মিমাংসা হলে গত ৩১ জুলাই আসামি রহিম ও তার দুলাভাইকে আদালত জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর থেকে টাকার দাবিতে এস,আই নিতীশ একাধিকবার ফোন করে জামিনপ্রাপ্ত রহিম সহ তার চাচাতো ভাই ইউপি সদস্য আক্কাসের মুঠোফোনে। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকালে দর্শনা থানার এস,আই নিতীশের কাছে জামিনের রিকল জমা দিতে আসেন রহিম।

এ সময় রহিমের কাছে ২০ হাজার টাকা দাবি করেন এসআই নিতীশ। টাকা না দিলে সমস্যা আছে। আদালত তোকে জামিন দিলে কি হবে টাকা দিতে হবে বলে ভয়ভীতি দেখিয়ে প্রায় ঘন্টা খানেক থানার সামনে রহিমকে বসিয়ে রাখেন এস,আই নিতীশ। অবশেষে কোন কুলকিনারা না পেয়ে তার নিকট থাকা নগদ ২৫০০ টাকা এসআই নিতীশকে দিয়ে রেহাই পান সদ্য জামিনপ্রাপ্ত জামিনের রিকল জমা দিতে আসা রহিম।

বেগমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্কাস আলী বলেন, রহিম আমার চাচাতো ভাই। মামলার পর তদন্ত কর্মকর্তা এস,আই নিতীশ বিশ্বাস আসামী ধরবেনা বলে ৩০ হাজার টাকা দাবী করলে দু'দফায় ৯ হাজার টাকা দিয়েছি। রহিমের জামিনের পর থেকে এস,আই নিতীশ বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আমারসহ রহিমের কাছে ২০ হজার টাকা দাবী করে আসছে। গত শুক্রবারে জামিনের রিকল জমা দেয়ার সময় ২৫শ টাকা এস,আই নিতীশকে দিতে বাধ্য হয়েছে রহিম।

রহিম বলেন, এসআই নিতীশ টাকা নেয়ার সময় বলেছেন টাকার ব্যাপারটি যেন কেউ না জানে, জানলে তোর সমস্যা হবে।

এ ব্যাপারে এসআই নিতীশ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উত্থাপিত অভিযোগ সঠিক নয়।  

দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, জামিনের রিকল জমা দিতে থানায় কোনো টাকা লাগে না। যদি কেউ নিয়ে থাকে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, জামিনের রিকল থানায় জমা দিতে কোনো টাকা লাগে না। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

হাতিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন

রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে

সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ‌্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১

৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন