সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনাতায়নে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির।
সমাবেশে বক্তব্য রাখেন- থানার অফিসার ইনচার্জ মুুহাম্মদ আতিকুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুচ্ছাফা চৌধুরী, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বাবু বিজয় কুমার বড়ুয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এইচএম গনি সম্রাট, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সমশুল আলম, মাস্টার গোপাল কান্তি বড়ুয়া, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুুহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, চুনতি ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী,পুটিবিলা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম মানিক, পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, কলাউজান ইউপির চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, আধুনগর ইউপি চেয়ারম্যান মুুহাম্মদ নাজিম উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ইনচার্জ নুরুল হক সিকদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ যাতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোন কাজ করতে না পারে সেদিকে বিশেষ খেয়াল রাখবে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। যত দ্রুত সম্ভব সত্য তথ্য প্রকাশ করতে হবে৷ গুজব সৃষ্টিকারী, সামাজিক বিশৃঙ্খলা, অন্যায়, অপকর্ম, নারী ও শিশু নির্যাতন, মাদক, কিশোর গ্যাং ইত্যাদি প্রতিরোধে সকলকে যার যার অবস্থানে থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ছাত্র-ছাত্রী, ইমাম-মুয়াজ্জিন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ সকলকে সামাজিক সম্প্রীতি রক্ষায় নিজ নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের কথায় নয়, কাজে বিশ্বাসী হতে হবে। সকল ধর্মের জনগণ যাতে তাদের ধর্মীয় উৎসবসমূহ যথাযথভাবে পালন করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। সামাজিক সম্প্রীতি নিশ্চিত করা গেলে ধর্মীয় সম্প্রীতি স্বয়ংক্রিয়ভাবেই বজায় থাকবে। যে কোনো ক্ষেত্রেই ছোট সমস্যাকে বড় হতে দেয়া যাবে না। অঙ্কুরেই বিনষ্ট করতে হবে। তবেই সামাজিক সমস্যা কখনই বড় হবে না এবং সমাজের সর্বস্তরে সম্প্রীতি বজায় রাখা সহজ হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা।সমাজে সকলে মিলে বসবাস করাটাই সামাজিক সম্প্রীতি। আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির লোক বসবাস করে। সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। মানবসমাজে শান্তি প্রতিষ্ঠায় ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিগণ জীবনে যথাযথভাবে এগুলো অনুশীলন করে থাকবেন। ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোনো জাতি উন্নতি করতে পারে না। ভাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। এর ফলে মানবসমাজের ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়।
সম্প্রীতির সমাবেশে উপজেলার সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেলি-পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল
দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ
গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত
ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন
আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা
শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার
ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা