ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাংবাদিক শাহীন


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ৪:১৫
মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এবং ইত্তেফাক ও এশিয়ান টিভি সাংবাদিক এম শাহীন আল আমীন। জামালপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়ল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি ওই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পান। 
 
জানা যায়, ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর উত্তরপাড়া গ্রামের জনৈক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়ে বকশীগঞ্জ উপজেলার মোস্তাইন বিল্লাহ রণি (২০) নামে এক বখাটে। নির্যাতিতা স্কুলছাত্রী মেরুরচর চর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। নির্যাতিত স্কুলছাত্রী মেরুরচর চর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এম শাহীন আল আমীন ওই শিক্ষার্থীর সহায়তায় পাশে দাঁড়ান। স্কুল কমিটির সভাপতি সাংবাদিক এম শাহীন আল আমীনের সার্বিক সহায়তায় ওই ঘটনায় নির্যাতিত ওই স্কুলছাত্রী বাদী হয়ে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ধর্ষণচেষ্টাকারী মোস্তাইন বিল্লাহ রণির বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন (মামলা নং ১৯, তারিখ ১৮.০৯.২০১৯)।
 
ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ)। ঘটনা সত্য প্রমানিত হওয়ায় তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা বকশীগঞ্জ থানার এসআই শরীফ আহমেদ আসামী মোস্তাইন বিল্লাহ রণির বিরুদ্ধে চার্জশীট দেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। 
 
অপরদিকে নিজের অপর্কম থেকে বাচাঁর জন্য স্কুল ছাত্রী কর্তৃক মামলা দায়েরের ১২ দিন পর অভিযুক্ত মোস্তাইন বিল্লাহ রণির বড় ভাই মামলাবাজ ফুরকান আলী বাদী হয়ে তার ছোট ভাই অভিযুক্ত মোস্তাইন বিল্লাহ রণিকে মারপিট করার অভিযোগে নির্যাতিত স্কুলছাত্রী, স্কুলছাত্রীর বাবা, মা, দাদা, নানা, চাচা ও মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এম শাহীন আল আমীনসহ ১০ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বকশীগঞ্জ থানাকে নির্দেশ দেয়। জামালপুর আদালতে সিআর মোকদ্দমা নং ৩৬২(১)১৯। তারিখ ২৯.০৯.২০১৯। ধারা- ৩৮৬/৩২৩/৩২৪/ ১০৯। তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তাহেরুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিল করেন।  আদালত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে মামলার ১০ জন আসামির মধ্যে সাংবাদিক এম শাহীন আল আমীনসহ ৯ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়। 
 
এ ব্যাপারে বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামলা থেকে অব্যাহতিপ্রাপ্ত সাংবাদিক এম শাহীন আল আমীন জানান, আদালত সকল শ্রেণির মানুষের ন্যায়বিচারের বিশ্বাসযোগ্য জায়গা। তাই আদালত থেকে আমি ন্যায়বিচার পেয়েছি।

এমএসএম / জামান

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি