ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাংবাদিক শাহীন


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ৪:১৫
মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এবং ইত্তেফাক ও এশিয়ান টিভি সাংবাদিক এম শাহীন আল আমীন। জামালপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়ল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি ওই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পান। 
 
জানা যায়, ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর উত্তরপাড়া গ্রামের জনৈক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়ে বকশীগঞ্জ উপজেলার মোস্তাইন বিল্লাহ রণি (২০) নামে এক বখাটে। নির্যাতিতা স্কুলছাত্রী মেরুরচর চর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। নির্যাতিত স্কুলছাত্রী মেরুরচর চর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এম শাহীন আল আমীন ওই শিক্ষার্থীর সহায়তায় পাশে দাঁড়ান। স্কুল কমিটির সভাপতি সাংবাদিক এম শাহীন আল আমীনের সার্বিক সহায়তায় ওই ঘটনায় নির্যাতিত ওই স্কুলছাত্রী বাদী হয়ে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ধর্ষণচেষ্টাকারী মোস্তাইন বিল্লাহ রণির বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন (মামলা নং ১৯, তারিখ ১৮.০৯.২০১৯)।
 
ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ)। ঘটনা সত্য প্রমানিত হওয়ায় তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা বকশীগঞ্জ থানার এসআই শরীফ আহমেদ আসামী মোস্তাইন বিল্লাহ রণির বিরুদ্ধে চার্জশীট দেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। 
 
অপরদিকে নিজের অপর্কম থেকে বাচাঁর জন্য স্কুল ছাত্রী কর্তৃক মামলা দায়েরের ১২ দিন পর অভিযুক্ত মোস্তাইন বিল্লাহ রণির বড় ভাই মামলাবাজ ফুরকান আলী বাদী হয়ে তার ছোট ভাই অভিযুক্ত মোস্তাইন বিল্লাহ রণিকে মারপিট করার অভিযোগে নির্যাতিত স্কুলছাত্রী, স্কুলছাত্রীর বাবা, মা, দাদা, নানা, চাচা ও মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এম শাহীন আল আমীনসহ ১০ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বকশীগঞ্জ থানাকে নির্দেশ দেয়। জামালপুর আদালতে সিআর মোকদ্দমা নং ৩৬২(১)১৯। তারিখ ২৯.০৯.২০১৯। ধারা- ৩৮৬/৩২৩/৩২৪/ ১০৯। তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তাহেরুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিল করেন।  আদালত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে মামলার ১০ জন আসামির মধ্যে সাংবাদিক এম শাহীন আল আমীনসহ ৯ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়। 
 
এ ব্যাপারে বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামলা থেকে অব্যাহতিপ্রাপ্ত সাংবাদিক এম শাহীন আল আমীন জানান, আদালত সকল শ্রেণির মানুষের ন্যায়বিচারের বিশ্বাসযোগ্য জায়গা। তাই আদালত থেকে আমি ন্যায়বিচার পেয়েছি।

এমএসএম / জামান

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু