চন্দনাইশে সস্প্রীতি সমাবেশ উপলক্ষে প্রেস ব্রিফিং
চট্টগ্রাম চন্দনাইশে সামাজিক সম্প্রীতি সমাবেশ সফল করার লক্ষে প্রেস বিফ্রিং এর আয়োজন করেন উপজেলা প্রশাসন। আজ (১৪ সেপ্টেম্বর) বুধবার বিকালে উপজেলা কনফারেন্স হল রুমে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মুহাম্মদ সায়েক। লিখিত বক্তব্যে তিনি বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,প্রধানমন্ত্রীর কার্যালয় এর নির্দেশনার আলোকে বিদ্যমান আন্ত:ধর্মীয় সস্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাস্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ আগামী ১৬ সেপ্টেম্বর বিকালে গাছবাড়িয়া খাঁনহাট ওয়ান আজিজ শপিং সেন্টারের সামনে অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সার্থক ও সফল করার লক্ষে সকলস্থরের জনগনকে উপস্থিত থাকার আহবান জানান তিনি।
এমএসএম / এমএসএম