ডামুড্যায় জেলা প্রশাসনের উদ্যোগে সোনার বাংলা সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা প্রশাসন ও ডামুড্যার শিধলকুড়া ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির আয়োজনে শিধলকুড়া ইউনিয়নের শিধলকুড়া বাজারের মাঠে দুর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক, বাল্যবিবাহ রোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ‘সোনার বাংলা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মাসুদুল ইসলাম বাবুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নাহিম রাজ্জাক এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডামুড্যা উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান ,শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম শামসুদ্দিন, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাফেজ মোদ্দাছের হোসেন,ডামুড্যা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষার্থী ও শিক্ষকগণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার।
এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তা শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে সকলকে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা, দুর্নীতি সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক ও বাল্য বিবাহ এর বিরুদ্ধে সকলকে একযোগে কাজ করতে হবে। জাতির পিতার সোনার বাংলা গড়তে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে।
প্রধান অতিথি বক্তব্যে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি বলেছেন, সামাজিক সম্প্রীতি রক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। কোনোভাবেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যার যার ধর্ম তার মতো করে স্বাধীনভাবে পালন করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ী করা যাবে না। সকল ধর্মের মানুষ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে।ধর্মীয় বিষয়ে কোন ব্যাখ্যা প্রয়োজন হলে আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। আমরা একে অপরের প্রতি সহনশীল হলে সমাজিক উন্নয়ন সহজ হবে। কোনোভাবে গুজবের কারণে যেন সামাজিক সম্প্রীতি বিনষ্ট না হয়, তার খেয়াল রাখতে হবে।
এমএসএম / জামান

জিন তাড়াতে গিয়ে মা-মেয়েকে হত্যার মূল আসামী কবিরাজ গ্রেপ্তার

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
