চন্দনাইশে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে উপজেলা সম্প্রীতি সমাবেশ। আজ ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে চন্দনাইশ খাঁনহাটস্থ ওয়ান আজিজ শপিং কমপ্লেক্স চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান চৌধুরী,উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক,থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন,পৌরসভা মেয়র মাহবুবুল আলম খোকা,উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোখন,আবদুর শুক্কুর,আবদুল আলীম,খোশেদুল আলম টিটু,এস এম সায়েম,খোরশেদ বিন ইছাহাক,আহমদুর রহমান ভেট্টা,আবদুর রহীম। এছাড়া সমাবেশ ও র্যালিতে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধ ধর্মীয় গুরু, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,পেশাজীবী,সাংবাদিক, পুলিশ,ফায়ার সার্ভিস,আনসার বাহিনী,গ্রামপুলিশ ও বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। এসময় বক্তারা বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম,ভাষা ও জাতির লোক বসবাস করে। সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। অতিথিরা আরো বলেন, মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগন এ জীবনে যথাযথভাবে এগুলো অনুশীলন করে থাকবেন। ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোন জাতি উন্নতি করতে পারে না। ভাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। এরফলে মানব সমাজের ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়।
এমএসএম / এমএসএম

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
