ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আদালতের রায় অমান্য করে সা’দ মুসা গ্রুপের সম্পত্তি দখলের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২২ রাত ১০:১৯

মিরপুর ডিওএইচএস সংলগ্ন ও পল্লবী থানার ৪০০ গজের মধ্যে অবস্থিত সা’দ মুছা গ্রুপের ১৫ শতক জমি বেআইনীভাবে দখলের অভিযোগ পাওয়া গিয়েছে। 

স্থানীয় সূত্র এবং লিখিত অভিযোগে জানা যায়, বুধবার সকাল ৮ টায় প্রায় ১০০ জনেরও বেশী লোক নিয়ে এ.কে.এম আব্দুস সালাম ও তোফাজ্জল হোসেন ওরফে জামান মাষ্টার সা’দ মুছা গ্রুপের বাউন্ডারী ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং সা’দ মুছা গ্রুপের নিরাপত্তা প্রহরীদেরকে পিটিয়ে বের করে দেয়। অথচ বর্তমানে ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। 

সা’দ মুছা গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মেজর মো. মইনুল হাসান (অব) বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে সকাল ৯ টায় পল্লবী থানায় গিয়ে এ বিষয়ে অভিযোগ করলেও পুলিশ দ্রুত পদক্ষেপ না নিয়ে কালক্ষেপন করে দুপর ১২টার পরে ওই জায়গায় পুলিশ যায়। এ সময়ের মধ্যে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে  এ.কে.এম আব্দুস সালাম এবং তোফাজ্জল হোসেন ওরফে জামান মাষ্টার গং কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে জমিতে টিনের বেড়া ও টিনের ছাউনী নির্মান করে জমি দখলের পাঁয়তারা করে। 

উল্লেখ্য যে, সা'দ মুছা গ্রুপ ২০০৮ সালে করিম উদ্দিন ভরসার নিকট থেকে এ ২০৮ শতক জমি ক্রয় করে চর্তুদিকে সীমানা প্রাচীর নির্মান করে ভোগ-দখল করে আসছিল। কিন্তু স্থানীয় ভূমি দূস্যু এ.কে.এম আব্দুস সালাম এবং তোফাজ্জল হোসেন ওরফে জামান মাষ্টার স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে বিভিন্ন উপায়ে এ জমি দখলের পাঁয়তারা করে আসছে। 

এ অবস্থায় আদালতের আদেশ উপেক্ষা করে বুধবার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে জমিটি দখলের পাঁয়তারা করে। এমতাবস্থায় বাদি সাদ মুছা গ্রুপ বিজ্ঞ আদালতে এ.কে.এম আব্দুস সালামসহ অন্যান্যদের বিরুদ্ধে  আদালত অবমাননার জন্য উপরোক্ত একই আদালতে ভায়োলেশন মিস মোকদ্দমা রুজু করার প্রস্তুতি গ্রহন করেছেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন। 

অভিযোগে বলা হয়, কয়েক মাস পূর্বেও এ জায়গাটি দখল করার জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছিল আব্দুস সালামের ক্যাডার বাহিনী । তখন যুগান্তর, যমুনা টিভিসহ বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার হওয়ায় তারা কিছুদিন চুপ ছিল। এখন আবার এই জমি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। 

এ বিষয়ে সালাম কল রিসিভ না করলেও পল্লবি থানার ওসি তার পক্ষ নিয়ে বলেন, এই জমি সা'দ মুসা গ্রুপের কিভাবে হয় ? এসিল্যান্ড জমি মেপে দিয়ে গেছেন। একতরফা কথা বললে হবেনা, এই জমির বিষয়ে আপনার চেয়ে ভালো আমি জানি। 

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা