ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

কুতুবদিয়ায় শিক্ষক সংকটে জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৪-৯-২০২২ রাত ১১:৪
কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর ধুরুং ইউনিয়নের জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে দীর্ঘদিন ধরে। বিদ্যালয়ের প্রায় সাড়ে তিনশত শিক্ষার্থীর জন্য রয়েছেন একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক। একতিন ধরে তারাই চালিয়ে আসছিলেন বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম। চলতি মাসের শুরুর দিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগ উঠলে এলাকায় বিশৃঙ্খলা তৈরী হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ে গমন করতে পারছিলেন না ওই প্রধান শিক্ষক। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারের নজরে আসলে তিনি ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন। পরে বিতর্কিত প্রধান শিক্ষক খোরশেদ আলম মিন্টু মেডিকেল ছুটি নেন। ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন।

স্থানীয় অভিভাবকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একই বিদ্যালয়ে চাকরী করার সুবাধে প্রধান শিক্ষক নানা অপকর্মে জড়িয়ে পড়েন। প্রায় সময় শিক্ষার্থীদের উপর যৌন হয়রানীর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শিক্ষক হওয়ায় এলাকাবাসী সম্মান দেখিয়েছে। কিন্তু প্রধান শিক্ষকের অভ্যাসের পরিবর্তন হয়নি। এলাকাবাসী চায় না তিনি আবার এই বিদ্যালয়ে যোগদান করুক।

এদিকে খবর নিয়ে জানা গেছে, জুম্মা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন শতাধীক শিক্ষার্থী। মাত্র দুইজন শিক্ষক দিয়ে চলছিল বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম। পাশাপাশি শ্রেণি কার্যক্রমে সহযোগিতা করছেন বেসরকারি একটি এনজিও’র অধিনে নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষিকা। তিনি ওই বিদ্যালয়ের সভাপতির কন্যা। উদ্ভোত পরিস্থিতির কারণে মেডিকেল ছুটি নিয়েছেন প্রধান শিক্ষক। সম্প্রতি অন্য সহকারী শিক্ষকের চাকরি হয়েছে পুলিশের এসআই পদে। তিনিও চলে গেলে শিক্ষক শূন্য হয়ে পড়বে বিদ্যালয়টি। পাঠদান ব্যহত হবে কোমলমিত শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। দ্রুত সময়ের মধ্যে শিক্ষক শূণ্যতা দূর করে বিদ্যালয়ের স্বাভাবিক শ্রেণি কার্যক্রম চালু রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলেম উদ্দিন জানিয়েছেন, এলাকার পরিস্থিতি বিবেচনা করে ওই শিক্ষককে মেডিকেল ছুটি দেয়া হয়েছে। অভিযোগের তদন্ত চলমান রয়েছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিদ্যালয়ের শিক্ষক শূন্যতার বিষয়ে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে অবহিত করা হয়েছে।আশা করি দ্রুত সময়ের মধ্যে জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদায়ন করা হবে।

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন