ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মান্দায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজ ছাত্রীসহ দুই শিক্ষক আটক


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২২ বিকাল ৫:৫

নওগাঁর মান্দায় একজনের পরিবর্তে প্রক্সি হিসাবে এসএসসি পরিক্ষা দিতে গিয়ে    সাওফা সাফী সিফা নামে কলেজ ছাত্রীসহ দুই শিক্ষককে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কার সিদ্দিক। প্রক্সি হিসাবে পরিক্ষা দিতে যাওয়া ছাত্রী উপজেলার চকউলী ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী এবং কাঁশোপাড়া ইউপির ছোট চক-চম্পক গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। 

জানাগেছে, শনিবার (২৪  সেপ্টম্বর)  ছোট চক-চম্পক বিদ্যালয়ের পরিক্ষার্থী আঙ্গুর আক্তারের পরিবর্তে, জোতবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে পরিক্ষা দিতে আসেন। এসময় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদ করেেল,কলেজ ছাত্রী আঙ্গুরের পরিবর্তে পরিক্ষা দেওয়ার কথা স্বিকার করেন তিনি। সঙ্গে সঙ্গে ঘটনার সাথে জড়িত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম এবং সহকারি শিক্ষিক আমিনুল ইসলামসহ পরিক্ষার্থীকে আটক করে নিয়ে আসেন।

আটকের পর দুই শিক্ষকসহ ওই পরিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলায় নিয়ে আসেন। শিক্ষক দুইজন ওই  পরীক্ষায় কেন্দ্র গার্ডের দ্বায়িত্বে ছিলেন।  শিক্ষকদের সহযোগীতায় প্রবেশ ওই ছাত্রীর ছবি ব্যবহার করে প্রথম পরীক্ষা থেকে সব কয়টি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।  ওই সময় আসল পরীক্ষার্থী আঙ্গুল আক্তারকে বহিষ্কার করে ম্যাজিস্ট্রেট।
আরো জানা যায়, প্রতিষ্ঠানে পাশের হার বাড়াতে ছোট চক-চম্পক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলামের নির্দেশে  প্রবেশ পত্রে নকল ছবি ব্যবহার করেন। এই কাজে সহযোগিতা করেন প্রতিষ্ঠানে সহকারি শিক্ষক আমিনুল ইসলাম । আটকের পর কলেজ ছাত্রীর বয়স কম হওয়ায়, তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এমন ঘটনায় অসাধু দুই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় এলাকা জুড়ে  ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট  আবু বাক্কার সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিক্ষা কেন্দ্রে গিয়ে অভিযুক্ত  কলেজ ছাত্রীসহ দুই শিক্ষককে আটক করা হয়। এসময় আঙ্গুরী আক্তার নামে আসল পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আটককৃত কলেজ ছাত্রী সেফার বয়স কম  হওয়ায় তাকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। জোতবাজার আদর্শ  বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ট্যাগ অফিসারকে ঘটনার বিষয়ে রির্পোট দিলে বলা হয়েছে। এরপর সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদ শেষে দুই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী

লোহার খাঁচায় বন্দি পায়েরা সেতু