ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জুড়ীতে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পেল হতদরিদ্র ১৫০০ পরিবার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ৪:১৫

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পেল অসহায় হতদরিদ্র ১ হাজার ৫০০ পরিবার। বৃহস্পতিবার (৮ জুলাই) উপজেলার ৬টি ইউনিয়নে এ খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, কোভিড-১৯ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে সদর জায়ফরনগর ইউনিয়নে ৫০০টি অসহায় হতদরিদ্র পরিবার এবং পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, গোয়ালবাড়ী, ফুলতলা ও সাগরনালসহ প্রতিটি ইউনিয়নের ২০০ অসহায় পরিবারসহ মোট ১ হাজার ৫০০ হতদরিদ্র পরিবার এ খাদ্য সহায়তা পাবে। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে রয়েছে- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১টি সাবান এবং ১ প্যাকেট সেমাই।

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, সাংবাদিক সমিতির জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশিদ রাজি প্রমুখ।

খাদ্য সহায়তা পাওয়া কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, লকডাউনে কয়েক দিন যাব‍ৎ আমরা খুবই কষ্টে দিনযাপন করছিলাম। প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেয়ে আমরা খুবই খুশি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক বলেন, লকডাউনে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে আমরা প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা উপহার হিসেবে পৌঁছে দিয়েছি। এছাড়াও ৩৩৩ নম্বরে কল দিয়ে কেউ খাদ্য সহায়তা চাইলে আমরা তার বাড়িতে খাদ্য পৌঁছে দিচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, লকডাউনে কর্মহীন অসহায়-হতদরিদ্র পরিবারগুলো প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পেয়ে খুবই খুশি।

এমএসএম / জামান

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা