জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে চন্দনাইশে আলোচনা সভা
“সবার জন্য প্রয়োজন,জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন”এ প্রতিপাদ্যের আলোকে সামনে রেখে চন্দনাইশ উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভিডিও কনফারেন্স হল রুমে এই আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার নাছরীন আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক,উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার জাপর আলী হিরু,মৎস কর্মকর্তা হাছান আহসানুল কবির,ডা.এস এম রিয়াসাত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা আবু ছালেহ,সহকারী প্রোগ্রামার খালেদ মোশাররফ,পি পি এস নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরী, তথ্য সেবা কর্মকর্তা শাপলা খাতুন,চন্দনাইশ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহসীন,থানা উপ-পরিদর্শক ইউনুচ মিয়া,সাংবাদিক যথাক্রমে আবু তোরাব চৌধুরী,আবু তালেব আনছারী,মাষ্টার নুরুল আলম,আমিনুল ইসলাম রুবেল,মো.জাহাঙ্গীর আলম চৌধুরী,ফয়সাল চৌধুরী,কামরুল ইসলাম মোস্তাফা,সৈকত দাশ ইমন প্রমুখ।এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন,জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার কথা রয়েছে। বিষয়টিকে আরো কার্যকর করার জন্য এবং জন-সাধারণের মধ্যে সচেতনতা আনয়নের জন্য এই দিবসটি নতুন করে পালনের উদ্যোগ নেয়া হয়েছে। তারা আরো বলেন,যেহেতু সাকসেশন সাটিফিকেট,ইন্সুরেন্স এবং জমি-জমার ক্ষেত্রে মৃত্যু সনদ বাধ্যতামুলুক করা হয়েছে। সেই জন্য জন্মনিবন্ধন যেমন প্রয়োজন মৃত্যু নিবন্ধনও প্রয়োজন।
এমএসএম / এমএসএম