মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলন আজ

দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার (১০ অক্টোবর)। সম্মেলনকে ঘিরে বিলবোর্ড আর ফেস্টুনে ছেয়ে গেছে গোটা মৌলভীবাজার জেলা শহর।
এর আগে সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ৪ মে। করোনা মহামারীর কারণে জেলা কমিটির ধারাবাহিক ত্রিবার্ষিক সম্মেলন আয়োজন পিছিয়ে যায়। কমিটিও মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে। গত মাসে যুবলীগ কেন্দ্রীয় কমিটি ১০ অক্টোবর মৌলভীবাজার জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেয়। ইতোমধ্যে জেলা শহরের বেশ কয়েকটি সড়ক সয়লাব হয়ে গেছে তোরণ, বিলবোর্ড ও ফেস্টুনে।
সড়কের দুপাশ, বিদ্যুতের খুঁটি ও বিভিন্ন দেয়ালঘেঁষে শোভা পাচ্ছে এসব বিলবোর্ড ও ফেস্টুন। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে পদপ্রত্যাশী এবং পছন্দের নেতাকে সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চেয়ে তাদের অনুসারী নেতাকর্মীরা এসব বিলবোর্ড ও ফেস্টুন লাগিয়েছেন।
এদিকে, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কেন্দ্রে ২০ জন প্রার্থী তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এরমধ্যে সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন ১১ জন প্রার্থী।
জেলা যুবলীগ সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে থাকার কথা কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের। প্রধান বক্তা কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
সম্মানীত অতিথি হিসেবে থাকবেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বিশেষ অতিথি থাকবেন- মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ মো. আব্দুস শহীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
আজ সোমবার সকালে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকা, শাহ মোস্তফা সড়ক, কোর্ট সড়ক ও সৈয়দ মুজতবা আলী সড়ক এলাকা ঘুরে দেখা গেছে, পথে পথে বিপুলসংখ্যক তোরণ তৈরি করা হয়েছে। তোরণের কোনোটিতে কাপড় লাগানো হয়ে গেছে। তোরণে অতিথিদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে ছবিসহ জেলা শাখার ব্যানার লাগানো হয়েছে। শহরের কোর্ট সড়কের সার্কিট হাউস এলাকা থেকে মনু নদীর সেতু এবং কোর্ট সড়ক থেকে সৈয়দ মুজতবা আলী সড়কের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা পর্যন্ত ৩৭টি তোরণ দেখা গেছে। শহরের সার্কিট হাউস এলাকা, প্রেসক্লাব মোড়সহ কোর্ট সড়কের দুপাশে ছোট-বড় প্রচুরসংখ্যক বিলবোর্ড ও ফেস্টুন লাগানো হয়েছে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে সম্মেলনের জন্য বিশাল একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে।
নতুন করে সম্মেলন ঘোষণার পরই নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে আলাপ-আলোচনা। এবারকার জেলা সম্মেলনে সভাপতি পদ প্রত্যাশী ৯ জন হলেন- সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ সেলিম হক, পান্না দত্ত, শেখ রুমেল আহমদ, মবশ্বির আহমদ, মহিউদ্দিন চৌধুরী ফহিম, মুজিবুর রহমান মুজিব, সিতার আহমদ এবং মতিউর রহমান।
অপরদিকে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ১১ জন হলেন- হোসেন মোহাম্মদ ওয়াহিদ সৈকত, সুমেষ দাশ যীশু, গৌছউদ্দিন নিক্সন, হাবিবুর রহমান রাজীব, তুষার আহমদ, সাদমান সাকিব চৌধুরী, সন্দীপ দাস, আব্দুল আজিজ, আসাদুজ্জামান রনি, সাইফুর রহমান রনি এবং সৈয়দ নাজমুল।
মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন বলেন, শহরে এলেই বোঝা যায় আমাদের প্রস্তুতি কেমন। জাঁকজমক আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে আমাদের বর্ধিত সভাও হয়েছে। আমি বর্তমান দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। আমাদের দাবি, সংগঠনের স্বার্থে যারা কখনো ছাত্রলীগ করেননি, রাজনীতির দুঃসময়ে মাঠে-ময়দানে ছিলেন না, এমন হাইব্রিড নেতৃত্ব যেন না আসে।
জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ বলেন, সম্মেলন নিয়ে নেতাকর্মীদের অনেক আগ্রহ আছে। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন। সম্মেলনে আমরা প্রায় ১০ হাজার মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছি। নতুন নেতৃত্ব আসার জন্য আমি এবার আর পদপ্রত্যাশী নই। ৩০১ জন কাউন্সিলর নির্ধারিত হয়েছেন। তাদের মতামত ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের আলোকে নতুন নেতৃত্ব আসবে।
এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
Link Copied