ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কয়রায় বীর মুক্তিযোদ্ধার কবর ও বীর নিবাস দখলের অভিযোগে সংবাদ সম্মেলন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ৪:৮

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের গড় আমাদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম তমিজ উদ্দীনের কবর, বীর নিবাস ও বসতভিটা দখলের পাঁয়তারার অভিযোগে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাগণ সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় কয়রা রিপোটার্স ইউনিটির কার্যালয়ে লিখিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মরহুম তমিজ উদ্দীনের কন্যাদের উপস্থিতে পক্ষে জামাতা মো. আকছেদ আলী সানা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মরহুম তমিজ উদ্দীন ও তাহার ভ্রাতা মিনাজ উদ্দীন পৈত্রিক সূত্রে ২৯ শতক জমি প্রাপ্য হন। তাহাদের পিতা জীবদ্দশায় দুই ভাইয়ের জমি মৌখিকভাবে সামনের অংশ বীর মুক্তিযোদ্ধাকে ও পেছনের অংশ ছোট পুত্র মিনাজকে দিয়ে যান। সেই হিসাবে বসতঘর, গাছ-গাছালি, ঘেরা বেড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধার কোনো পুত্রসন্তান না থাকায় মেয়ে-জামাইসহ তার পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করিতে থাকে। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করিলে তাহাকে উক্ত ভিটায় সরকারিভাবে দাফন করা হয় এবং সরকার প্রদত্ত বীর নিবাসও ওই ভিটায় স্থাপন করা হয়।

মুক্তিযোদ্ধা তমিজ উদ্দীনের ছোট ভাই মিনাজ উদ্দীন খুলনাতে স্থায়ীভাবে বসবাস না করার কারণে তাহার ভিটাবাড়ী বিক্রয় করিবার প্রস্তাব করিলে আমরা ওয়ারেশগণ উক্ত জমি ক্রয়ের জন্য ৬ লক্ষ টাকা দাম নির্ধারণ করিয়া মিনাজ মোল্যাকে বায়না বাবদ ২ লক্ষ টাকা প্রদান করি। কিন্তু মিনাজ মোল্যা অতিগোপনে তাহার অংশের জমি দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আব্দুর রউফের নিকট বিক্রয় করেন। পরবর্তীতে আমরা জানিতে পারিয়া কোর্টে উক্ত জমির জামানত ফেরত মামলা করি, যাহা চলমান।

কিন্তু উক্ত আব্দুর রউফ আমাদের পিতার কবর, বীর নিবাসসহ আমাদের দীর্ঘদিনের ঘরবাড়িসহ দখল করিবার পাঁয়তারা করিতে থাকে। কিন্তু তার দলিল ও চৌহদ্দী অনুযায়ী জমি না নিয়ে একপর্যায়ে গত ৬/১০/২০২২ খ্রিঃ তারিখে আমরা কেউ বাড়িতে না থাকার সুবাদে উক্ত আব্দুর রউফ দলবল নিয়া অবৈধ ও অন্যায়ভাবে আমাদের দীর্ঘদিনের বসতবাড়ীর ওপর একটি টিনের ঘর তৈরি করিয়াছে।

তিনি তাহার লিখিত বক্তব্যে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রীসহ স্থানীয় প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বাসিন্দা অভিযুক্ত উক্ত জমির ক্রেতা আব্দুর রউফের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আমি ন্যায্যমূল্য পরিশোধ করিয়া জমি ক্রয় করিয়াছি। আমার দলিলের ম্যাপের মধ্যে মুক্তিযোদ্ধা তমিজ উদ্দীনের পরিবার বসবাস করায় আমি বসবাসের জন্য ফাঁকা স্থানে ঘর তৈরি করেছি। আমি মুক্তিযোদ্ধার কবর কিংবা ঘর দখল করি নাই।

আপনি জেনে-শুনে কেন মুক্তিযোদ্ধার কবরসহ জমি ক্রয় করবেন- এমন প্রশ্নের তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এমএসএম / জামান

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু