বাজেট সংকটে বশেমুরবিপ্রবি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লাইভ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় বাজেট সংকটে আছে বলে উল্লেখ করেন বশেমুরবিপ্রবি উপাচার্য ড. একিউএম মাহবুব। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব, ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরিকল্পনাকে অধিক গুরুত্ব দিয়ে ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, কোয়ালিটি এডুকেশনের প্রতি বিশ্ববিদ্যালয়গুলোকে মনযোগী হতে হবে। সংকট কাটিয়ে উঠতে পরিকল্পনামাফিক আগাতে হবে। সরকার উদারহস্তে বিশ্ববিদ্যালয়গুলোর কাঠামোগত উন্নয়নের জন্যে অর্থ বরাদ্দ দিচ্ছে কিন্তু পরিকল্পনা বিশ্ববিদ্যালয়কেই নিতে হবে। যেমন একজন ঠিকাদার নিয়োগে শতভাগ স্বচ্ছতা থাকতে হবে, চুক্তি অনুযায়ী ঠিকাদার কাজ করছে কি-না কিংবা কোয়ালিটি নিশ্চিত করে কাজ সম্পন্ন হচ্ছে কি-না তা প্রতিনিয়ত তদারকি করতে হবে, ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নিতে হবে। এগুলোর সমন্বয় করতে পারলে সব সংকট ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব।
তবে কোয়ালিটি নিশ্চিতে বাজেট সংকটের কথা উল্লেখ করে প্রফেসর ড. একিউএম মাহবুব বলেন, আসনসংখ্যা ও ভর্তি ফি প্রায় দ্বিগুণ কমিয়ে আনার সিদ্ধান্ত আমরা নিয়েছি। ফলে আগের তুলনায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় অনেক কমে যাবে। এদিকে করোনার কারণে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ে ধস নেমেছে। যেখানে ২২ কোটি টাকা থাকার কথা ছিল, সেখানে আছে ৫-৬ কোটি টাকা। এমন পরিস্থিতি নিয়ে চলমান বছর এমনকি পরের বছরও চলতে হবে। বিশাল এই গ্যাপ পূরণ না হলে শিক্ষক সংকট, সিনিয়র শিক্ষক নিয়োগ, গবেষণা, শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হবে না। তাই বাজেটের ক্ষেত্রে মনযোগী হতে হবে।
তিনি আরো বলেন, প্রতিবছর বিমক অনুদান দেয়া হয় ৩০-৩২ কোটি টাকা। এই টাকা দিয়ে শুধু শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতন দেয়া হয়। বাকি কাজ চলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের মাধ্যমে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বাজেট বরাদ্দের পরিমাণ খুবই কম। যেমন গত বছর অধিকতর প্রকল্পের জন্য মাত্র ১০ কোটি বরাদ্দ দেয়া হয়েছে। যেখানে ইবিকে ৩০০-৪০০ কোটি, ঢাবিকে ২০০০ কোটি, জাবিকে ১৪০০ কোটি টাকা দেয়া হয়, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়কে মাত্র ১০ কোটি; এটা কি অবহেলা!
বাজেট নিয়ে বশেমুরবিপ্রবির আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী উজ্জ্বল মণ্ডল কৃষ্ণময় বলেন, বশেমুরবিপ্রবিতে রাজস্ব বাজেট অত্যন্ত কম, যেটা ১২ হাজার শিক্ষার্থীর জন্য অত্যন্ত অপ্রতুল। কারণ একটি বিশ্ববিদ্যালয়ের মান নিশ্চিত করতে হলে আগেই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীপ্রতি মাথাপিছু ব্যয় কতটুকু করছে সেটা দেখতে হবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীপ্রতি মাথাপিছু ব্যয় সবচেয়ে কম বশেমুরবিপ্রবিতে। কারণ এখানে শিক্ষক-শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রাজস্ব বাজেট বরাদ্দ দেয়া হয় না। এটা বঙ্গবন্ধুর নামে তারই জন্মভূমিতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ ও অবিবেচনাপ্রসূত, যা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি চরম বৈষম্যমূলক আচরণ।
এমএসএম / জামান
২০২৫ সালে মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৭৬ দিন
জবি ভর্তি পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি
ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় নারীসহ ৪ জন বহিরাগত আটক
জবিতে এককভাবে ভর্তি পরীক্ষায় থাকছে লিখিত ও বহুনির্বাচনি
যবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রিয়াল ফায়ার অ্যান্ড সেফটি’ শীর্ষক ওয়ার্কশপ
শিক্ষার্থীদের ১১ দফা: জাবি ক্যাম্পাসে মোটরচালিত যানবাহন বন্ধ
শিক্ষকের বিরুদ্ধে মামলা: শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে কোর্স সমাপনী সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠিত
প্রক্টর নিয়োগকে কেন্দ্র করে দফায় দফায় দ্বিমুখী সংঘর্ষ
জাককানইবির বঙ্গমাতা হলে নতুন হাউজ টিউটর নিয়োগ
৮ দাবিতে জাবিতে ব্লকেড কর্মসূচি
বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের ১৪ শিক্ষার্থী
বাকৃবিতে গ্রন্থাগারের উন্নয়নে উপাচার্যের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়
Link Copied