সড়কে শৃঙ্খলা ফেরাতে হাটহাজারীতে অভিযান
চট্টগ্রামের হাটহাজারীতে লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিআরটিসি, নতুনপাড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকার পরও গাড়ি চালানোর অপরাধে ৭ জন চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান বিষয়ে এসিল্যান্ড আবু রায়হান জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকা, ট্যাক্স টোকেন সার্টিফিকেটের মেয়াদোত্তীর্ণ হওয়া, ফিটনেস সার্টিফিকেট না থাকার কারণে ৭টি গাড়ির চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।
এমএসএম / জামান