কয়রায় অবৈধ মদের রমরমা ব্যবসা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার কয়রা উপজেলায় যুবসমাজের মধ্যে বিদেশি অবৈদ মদের চাহিদা ছিল তুঙ্গে। ফলে দামও বাড়িয়ে দেয় বিক্রেতা। উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের খাসিটানা নৌ পুলিশ ফাঁড়িসংলগ্ন চেকপোস্টে আগত বিদেশি জাহাজ থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডের মদ নামমাত্র মূল্যে ক্রয় করে কয়রা ও অন্যত্র সরবরাহ করে কথিত এক মাদক সম্রাট।
অনুসন্ধানে জানা গেছে, ওই মাদক সম্রাট স্বল্পমূল্যে অবৈধ বিদেশি মদ কিনে উপজেলার সর্বত্র অধিক মূল্যে বিক্রি করে। স্থানীয় রাজনীতিক, জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের পাশাপাশি উঠতি বয়সী তরুণ-যুবকরা ওই মাদক বিক্রেতার মূল টার্গেট। বিদেশি মদ বিকিকিনি সিন্ডিকেট চক্র কয়রায় ‘ওপেন সিক্রেট’।
এদিকে, কতিপয় অসাধু রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি এই মাদক বিক্রেতার কাছ থেকে নিয়মিত মাসোয়ারা পান বলে অভিযোগ উঠেছে। শুধু মদ নয়; ওই ব্যবসায়ী গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল সরবরাহ করে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে এলাকার এক জনপ্রিনিধির নিকটাত্মীয়ের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সুন্দরবন হয়ে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের খাসিটানার প্রবেশদ্বার দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রতিদিন গড়ে ৫ থেকে ৭টি দেশি-বিদেশি জাহাজ প্রবেশ করে। এসব জাহাজ কর্তৃপক্ষকে কাস্টমসের অবৈধ সুযোগ-সুবিধা দিয়ে বিদেশি মদের চালান নিয়ে আসে স্থানীয় এক মাদক সম্রাট। স্থানীয় প্রভাবশালী মহল ও প্রশাসনকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে চলছে তার মাদক সিন্ডিকেটের অভয়ারণ্য। ওই মাদক সম্রাটের বিশ্বস্ত স্থানীয় কয়েকজন যুবক কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক পৌঁছে দেয়। কখনো খাসিটানা এলাকায় গিয়ে মদ ব্যবসায়ীদের কাছ থেকে মদ বা অন্য মাদক নিয়ে আসছে মাদকসেবীরা। দুর্গাপূজা উপলক্ষে বিদেশি ব্র্যান্ডের মদ এনে কয়রায় ছাত্রনেতা নামধারী কিছু যুবক মিলে মদের পার্টিও দিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মাদক সম্রাট কাস্টমস কর্মকর্তার পরিচয় দিয়ে খাসিটানা কাস্টমস অফিস ও নৌ পুলিশ ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প নিয়ন্ত্রণ করে। তার মাদক বিক্রির মাসোয়ারা কয়রা থেকে শুরু করে খুলনা পর্যন্ত পৌঁছে যায়। ‘ওপেন সিক্রেট’ মাদক সম্রাট এতটাই প্রভাবশালী যে, তার বিরুদ্ধে কথা বলার সাহস নেই স্থানীয়দের। তার অপকর্মের প্রতিবাদ বা মাদক বিকিকিনি সম্পর্কে তথ্য ফাঁস করলে তাকে হয়রানিমূলক মামলায় জড়ানোর হুমকি কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে মারপিট করানো হয়।
এসব বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএমএ দোহা বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সত্যতা পাওয়া গেলে তাদের সাথে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মাদক ব্যবসায়ী ও মানবসেবীদের প্রতি কঠিন হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, কয়রায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় নেই।
এমএসএম / জামান
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ
কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু
Link Copied