হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ স্লোগান নিয়ে সারাদেশের মতো চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভা উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)-এর আয়োজনে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাজাহানের সভাপতিত্বেে এবং সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো. নাভিল ফারাবী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. রিসালত হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. আহাসান জাকি, প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়াসহ সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান