প্রতারক চক্রের সদস্যদের নাম প্রকাশের পর এলাকায় তোলপাড়

কক্সবাজারের কুতুবদিয়ায় উচ্চ মাধ্যমিক পাস করা তরুণদের বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। চক্রটি দীর্ঘদিন ধরে নির্দিষ্ট বয়সের তরুণদের টার্গেট করে প্রতারণার ছক আঁকত। প্রতারকদের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে কুতুবদিয়ার বেশকিছু পরিবার। ফেরত পায়নি একটা টাকাও। উপরন্তু প্রতারণার শিকার হয়ে জেল খেটেছে এক ছাত্র।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুতুবদিয়ার চিহ্নিত প্রতারক বড়ঘোপ মনোহরখালী গ্রামের আবুল ফজলের ছেলে চাকরিচ্যুত এমওডিসি মোরশেদের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে প্রতারণার কাজে তাকে সাহায্য করা সহযোগীদের নাম উল্লেখ করলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, কুতুবদিয়া উপজেলার মনোহরখালী গ্রামের আবুল ফজলের ছেলে মোরশেদ কোনো এক অফিসারের নিকট তার কৃতকর্মের বর্ণনা দিচ্ছিলেন। তিনি কুতুবদিয়া থেকে বিভিন্নজনের মাধ্যমে নাম্বার সংগ্রহ করে সাধারণ পরিবারের চাকরিপ্রার্থীদের সাথে কিভাবে প্রতারণা করেছেন তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
তিনি জানিয়েছেন, লেমশীখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু মুছা, দক্ষিণ ধুরুং ইউনিয়নের ইউপি সদস্য আবু ছাদেক, বিজিবি থেকে চাকরিচ্যুত উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মোরশেদ, বিজিবি থেকে পালিয়ে আসা বড়ঘোপ ইউনিয়নের মতিউর রহমান ও কক্সবাজার কোর্টের আইনজীবী সহকারী (মুন্সি) কুতুবদিয়া উপজেলার তাবালেরচর গ্রামের কাইয়ুম তার সিন্ডিকেটের সদস্য। প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে চক্রের সদস্যরা মিলে ভাগ-ভাটোয়ারা করেছেন। সিন্ডিকেটের সদস্যরা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা থেকে নাম্বার সংগ্রহ নাম-ঠিাকানাসহ বিভিন্ন তথ্য দিয়ে করে মোরশেদকে সহযোগিতা করতেন। মোরশেদ তাদের দেয়া তথ্যমতে কাজ করে টাকা হাতিয়ে নিতেন। সেই টাকা সবাই মিলে ভাগভাটোয়ারা করত। এরই মধ্যে তিনি দুই দুইবার জেল খেটেছেন। প্রতারণার কাজে তিনি ১২টি সিমকার্ড ব্যবহার করেছেন।
এদিকে, মোরশেদের গোপন স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ার পর সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। এতদিন কেউ না জানলেও এখন সবাই জেনে যাওয়ায় প্রতারক চক্রের সদস্যরা গা-ঢাকা দিতে পারেন বলে অভিমত সচতেন মহলের।
তবে ভিডিওটি কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন তা জানা যায়নি।
এদিকে মোরশেদ নামের সাথে মিল থাকা উত্তর ধুরুং ইউনিয়নের এক ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে যোগাযোগ করেন। ভিডিও প্রচারকারীর বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি দাবি করেন, উত্তর ধুরুং ইউনিয়নে তিনিই একমাত্র বিজিবি মোরশেদ নামে পরিচিত। চাকরিচ্যুত নন। তবে জেল খেটেছেন অন্য মামলায়। প্রতারণা মামলায় তিনি জেল খাটেননি। তাছাড়া প্রতারণার মূল হোতা মোরশেদের সাথে তার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন।
ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রতারক চক্রের মূল হোতা প্রতারণা মামলায় কয়েকবার কারাভোগ করলেও অধরা থেকে গেছে চক্রের অন্য সদস্যরা। মোরশেদের সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানায় ভুক্তভোগী পরিবারগুলো।
এ বিষয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকজন ইউপি চেয়ারম্যানের জানান, কুতুবদিয়া উপজেলায় চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া চক্রের সদস্যরা এখনো সক্রিয়। এ চক্রের প্রতারণার শিকার হয়ে অনেক অসহায় পরিবার নিঃস্ব হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
Link Copied