গজারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ও গজারিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলার নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী জানান, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় সক্ষম দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। আগাম সতর্কবার্তার ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার পূর্বেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, গজারিয়া থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেনসহ অনেকে।
এমএসএম / জামান