মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলছে করোনা রোগীর ভীড়
বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিন দিন হাসপাতালে ভীড় বাড়ছে। কোভিট-১৯ প্রথম পর্যায়ে ভ্যাকসিন গ্রহন করেছেন ৭ হাজার ১শ’ ৯৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ হাজার ৩১৭ জন। নমুনা পরীক্ষায় ৯৬৫ জনের মধ্যে করোনায় সংক্রামিত হয়েছে ২৬৬ জন। এদের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। জরুরী বিভাগের পাশেই হচ্ছে নমুনা পরীক্ষা।
সরকারিভাবে দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিনের অনলাইনের মাধ্যমে পুনরায় বৃহস্পতিবার থেকে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে বলে মোড়েলগঞ্জ হাসাপাতাল সূত্রে জানাগেছে।
সারাদেশের ন্যায় মহামারী করোনায় আক্রান্তে গত বছরের ৮ই মার্চ এর প্রভাব শুরু হলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২১ সালের ৭ই ফেব্রুয়ারি থেকে টিকা গ্রহন শুরু হয় এ উপজেলায়। শুরু থেকে এ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছে ১২ হাজার ৮শ’ ৩৮ জন মানুষ। পরবর্তীতে টিকা না থাকার কারনে স্থাগিত হয়ে যায় টিকা গ্রহনসহ রেজিষ্ট্রেশন। স্থাগিত রেজিষ্ট্রেশন পুনরায় আবার চালু হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থকমপ্লেক্স ঘুরে দেখা গেছে, প্রতিদিনই বাড়ছে সংক্রামনের হার। আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। এদের মধ্যে গুরুত্ব শ^াসকষ্টের রোগীদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে খুলনা, ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে। করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে আইসিইউ বিভাগ খোলা হলেও বেড রয়েছে মাত্র ৫টি, নমুনা পরীক্ষা করছে জরুরী বিভাগের পাশে একটি কক্ষে সেটা হাসপাতাল ল্যাব হিসেবে দাবি করছে। সেখানে প্রয়োজনে জরুরি বিভাগে সাধারণ রোগীদের যেতে হচ্ছে। সংক্রামনে জড়িয়ে পড়তে পারে এখান থেকেও তারা আতংকে রয়েছে নিয়মিত রোগীরা।
চিকিৎসা নিতে আশা সাধারণ রোগীরা বলেন, নমুনা পরীক্ষার স্থান জরুরি বিভাগের পাশ থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন রোগীরা।
এ সর্ম্পকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, করোনার শুরু থেকেই হাসপাতালে ১০ জন চিকিৎসক সার্বক্ষনিক চিকিৎসা দিচ্ছেন। নমুনা পরীক্ষা নিয়মিত হচ্ছে। অক্সিজেন সিলিন্ডার পূর্বের ১৫টি ও ২টি অক্সিজেন কনসেনটেটর মেশিন রয়েছে। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য আরো ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ৫টি কনসেনটেটর মেশিন হাসাপাতালের উদ্দেশ নিয়ে রওয়ানা হয়েছেন। এছাড়াও সংক্রামিত রোগীদের শরীরের অক্সিজেন পরিমাপের জন্য ১১টি পালস অক্সিজেন মিটার রয়েছে। আইসোলেশন বিভাগে ৫টি বেড থাকলেও সেখানে চিকিৎসায় নেওয়া হচ্ছে ৭ জনকে। বর্তমানে ৩ জন রোগী ভর্তি রয়েছে। আইসোলেন ওয়ার্ড ১০ বেডের করার পরিকল্পনা রয়েছে।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রাণিসম্পদ সপ্তাহ, প্রদর্শনী এর উদ্বোধন ও দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ