ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলছে করোনা রোগীর ভীড়


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ৩:৩৫

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিন দিন হাসপাতালে ভীড় বাড়ছে। কোভিট-১৯ প্রথম পর্যায়ে ভ্যাকসিন গ্রহন করেছেন ৭ হাজার ১শ’ ৯৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ হাজার ৩১৭ জন। নমুনা পরীক্ষায় ৯৬৫ জনের মধ্যে করোনায় সংক্রামিত হয়েছে ২৬৬ জন। এদের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। জরুরী বিভাগের পাশেই হচ্ছে নমুনা পরীক্ষা। 

সরকারিভাবে দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিনের অনলাইনের মাধ্যমে পুনরায় বৃহস্পতিবার থেকে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে বলে মোড়েলগঞ্জ হাসাপাতাল সূত্রে জানাগেছে। 
সারাদেশের ন্যায় মহামারী করোনায় আক্রান্তে গত বছরের ৮ই মার্চ এর প্রভাব শুরু হলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২১ সালের ৭ই ফেব্রুয়ারি থেকে টিকা গ্রহন শুরু হয় এ উপজেলায়। শুরু থেকে এ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছে ১২ হাজার ৮শ’ ৩৮ জন মানুষ। পরবর্তীতে টিকা না থাকার কারনে স্থাগিত হয়ে যায় টিকা গ্রহনসহ রেজিষ্ট্রেশন। স্থাগিত রেজিষ্ট্রেশন পুনরায় আবার চালু হয়েছে।   
এদিকে উপজেলা স্বাস্থকমপ্লেক্স ঘুরে দেখা গেছে, প্রতিদিনই বাড়ছে সংক্রামনের হার। আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। এদের মধ্যে গুরুত্ব শ^াসকষ্টের রোগীদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে খুলনা, ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে। করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে আইসিইউ বিভাগ খোলা হলেও বেড রয়েছে মাত্র ৫টি, নমুনা পরীক্ষা করছে জরুরী বিভাগের পাশে একটি কক্ষে সেটা হাসপাতাল ল্যাব হিসেবে দাবি করছে। সেখানে প্রয়োজনে জরুরি বিভাগে সাধারণ রোগীদের যেতে হচ্ছে। সংক্রামনে জড়িয়ে পড়তে পারে এখান থেকেও তারা আতংকে রয়েছে নিয়মিত রোগীরা। 
চিকিৎসা নিতে আশা সাধারণ রোগীরা বলেন, নমুনা পরীক্ষার স্থান জরুরি বিভাগের পাশ থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন রোগীরা।  
এ সর্ম্পকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, করোনার শুরু থেকেই হাসপাতালে ১০ জন চিকিৎসক সার্বক্ষনিক চিকিৎসা দিচ্ছেন। নমুনা পরীক্ষা নিয়মিত হচ্ছে। অক্সিজেন সিলিন্ডার পূর্বের ১৫টি ও ২টি অক্সিজেন কনসেনটেটর মেশিন রয়েছে। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য আরো ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ৫টি কনসেনটেটর মেশিন হাসাপাতালের উদ্দেশ নিয়ে রওয়ানা হয়েছেন। এছাড়াও সংক্রামিত রোগীদের শরীরের অক্সিজেন পরিমাপের জন্য ১১টি পালস অক্সিজেন মিটার রয়েছে। আইসোলেশন বিভাগে ৫টি বেড থাকলেও সেখানে চিকিৎসায় নেওয়া হচ্ছে ৭ জনকে। বর্তমানে ৩ জন রোগী ভর্তি রয়েছে। আইসোলেন ওয়ার্ড ১০ বেডের করার পরিকল্পনা রয়েছে। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে সিএমএম আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজস্থলীতে চুশাক পাড়ায় টেবিল টেনিসের কন্যাকে উষ্ণ সংবর্ধনা,

কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ে চার হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার

নন্দীগ্রামে মটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখী সংঘর্ষে নিহত ২

মোরেলগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে মৎস্য ঘের দখলের অভিযোগ

মদন পৌরসভায় বিএনপির ধানের শীষের নির্বাচনী গণসংযোগ

সরিষাবাড়ীতে সেনা অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক

তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছ, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দিতে হবে: মিয়া গোলাম পরোয়ার

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভোলায় ইসি মো.সানাউল্লাহ

নিষিদ্ধ থ্রি-হুইলারে সয়লাব চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক