ঢাবি ভিসিকে উদ্বিগ্ন অভিভাবকদের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে চলমান অস্থিরতা, দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতের বিপরীতে ছাত্রলীগের বারংবার হামলা মামলার প্রশ্রয়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি প্রদান করেছে উদ্বিগ্ন অভিভাবক এবং নাগরিক সমাজ।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে এসে এই স্মারকলিপি দেন অভিভাবকরা। এর আগে শাহবাগ চত্বরে একটি নাগরিক সমাবেশ করেন তারা।
প্রতিবাদে সমাবেশে কারাবন্দী শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদ, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনের বাবা বলেন, যারা গ্রেফতার হয়েছে তাদেরকে ছেড়ে দেয়া হোক যেন তারা থাযাযথভাবে পরীক্ষায় অংশ নিতে পারে। আমার ছেলে এখন পর্যন্ত ৩৬ জায়গায় মার খেয়েছে। কিন্তু কোথাও মারপিঠ করেছে এমন রেকর্ড নেই। যুগে যুগান্তরে যারা এমন জুলুম করেছে তাদের ফল অবশ্যই খারাপ হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে দাবি জানাচ্ছি আমার ছেলেকে যেন ছেড়ে দেয়া হয়।
ভিসিকে দেয়া স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ ২০১৯ সালে সরকার-দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের ভয়াবহ নির্যাতনে মৃত্যুবরণ করেন।আবরার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণ সভার আয়োজন করে শিক্ষার্থীরা। সেই অনুষ্ঠানে ছাত্রলীগ আয়োজক শিক্ষার্থীদের নির্মমভাবে পিটিয়ে,আয়োজক শিক্ষার্থীদের নামে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। তাদের অনেকেই এখন ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না।
স্মারকলিপিতে আরো বলা হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে ছাত্রলীগ হামলা করে, হামলার শিকার হয় যারা তাদের নামেই মামলা দেওয়া হয়। পুলিশ তাদের গ্রেফতার করে, আর আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়। এর কোনো পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীর প্রতি আপনার ও আপনার প্রশাসনের কোনো দায়িত্ব পালনের নমুনা আমরা দেখতে পাই না। বরং দেখতে পাই হামলাকারীরা হল ও ক্যাম্পাসসহ বিশ্ববিদ্যালয়ের সর্বত্র দোর্দণ্ড প্রতাপে বিচরণ করছে।সচেতন নাগরিক ও অভিভাবক হিসেবে এই বিষয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে।
অভিভাবকদের পক্ষ থেকে উপাচার্যের নিকট ৪ টি দাবি উত্থাপন করা হয়ঃ
১. দল-মত নির্বিশেষে আমাদের সকল শিক্ষার্থীর হল ও ক্যাম্পাসে নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা হোক। ২. যে বা যারা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ও মতামত প্রকাশে বাধার সৃষ্টি করবে তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। ৩. লাইব্রেরী চত্বরে হামলা, ডাকসু ভবনে হামলা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সংঘটিত হামলাগুলোর যথাযথ তদন্ত ও বিচার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করুক। ৪. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা, সাহিত্য সাংস্কৃতিক ক্রীড়া চর্চার জন্য নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচনের
এ বিষয়ে ভিপি নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে আবার হামলার শিকার হোন। এর থেকে অমানবিক আর কিছুই নেই। ছাত্রলীগ বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রসংগঠনের উপর হামলা করছে।উপাচার্য স্যার যেন এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করেন সে বিষয়েও অনুরোধ করেছি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, অভিভাবকরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তারা অত্যন্ত আন্তরিকতার সহিত কিছু কথা বলেছেন।যা গণতান্ত্রিক ও মানবিক সমাজ বিনির্মানে কার্যকরী। ক্যম্পাসে সকল ছাত্রসংগঠন নিরাপদেই অবস্থান করেছে। তবুও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেগুলোও যেন নিয়ন্ত্রণে আনা যায় সেজন্য সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমাদের কোন শিক্ষার্থী কোথাও যদি কোন সমস্যায় পড়ে। একজন অভিভাবক হিসেবে,একজন প্রশাসনের মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সে যেকোন দলের বা মতেরই হোক । সবার আগে সে আমাদের শিক্ষার্থী।
এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু
