ট্রাকের ধাক্কায় ইবি শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে চলস্ত ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্র আহত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও ভুক্তভোগী সূত্রে, আহত ওই শিক্ষার্থীর নাম তাওহিদ তালুকদার। সে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে রাস্তা পারাপার হচ্ছিলেন ওই শিক্ষার্থী। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে হাতে গুরুতর আঘাত পান বলে জানা গেছে। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে হাতে ব্যান্ডেজ দেয়া হয়। পরে রাত ৯টার দিকে ওই শিক্ষার্থীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় প্রধান ফটকে ফুট ওভারব্রীজ, স্প্রিডব্রেকার ও ওয়াকিং ওইয়ে নির্মাণ এবং জেব্রা ক্রসিং সহ পথচারী ও শিক্ষার্থীদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানায় তারা।
অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য শফিকুল ইসলাম, আমজাদ হোসেন ও শরিফুল ইসলাম উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও আন্দোলন শিক্ষার্থীরা উপাচার্যকে ঘটনাস্থলে এসে আশ্বাস দেওয়ার দাবি জানান। রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলছে। এই ঘটনায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আজ সন্ধ্যাবেলা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এক শিক্ষার্থী ট্রাকের ধাক্কায় আহত হয়েছে। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন সব জেনেও নির্বিকার ভূমিকা পালন করছে। আশা দিয়ে নয়, আমরা বাস্তবায়ন চাই।।
ইবি থানার ওসি আননূর যায়েদ বিপ্লব বলেন, ঘটনা শোনার পর থেকে ঘটস্থালে আছি আমরা। ভাঙচুর যেন না করে, আন্দোলনকারীদের অনুরোধ জানিয়েছি। ধাক্কা প্রদানকারী ট্রাকটি আটক করা হয়েছে। আমরা সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছি।
এমএসএম / এমএসএম

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি
