ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নানা আয়োজনে ইবিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ৩:৪২

ইসলামী বিশ্বিবিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের সামনে পতাকা উত্তোলন ও আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে ‘শেখ রাসেল দিবস ২০২২’-এর কর্মসূচি উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

পরে শেখ রাসেল হল চত্বরে অবস্থিত শেখ রাসেলের ভাস্কর্যে  বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি। এ সময় তার সঙ্গে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান উপস্থিত ছিলেন। পরে একে একে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ ও শেখ রাসেল হল কর্তৃপক্ষ সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
 
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। পরে হলের টিভিকক্ষে আলোচনা সভা এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল দিবস-২০২২ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান, প্রফেসর ড. রুহুল কেএম সালেহ, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী, প্রফেসর ড. মো. মামুনুর রহমান, প্রফেসর ড. শেলীনা নাসরীন, প্রফেসর ড. শাহজাহান মণ্ডল, প্রফেসর ড. শামসুল আলম, প্রফেসর ড. অশোক কুমার চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, শেখ রাসেল ছিল দুরন্ত ও প্রাণবন্ত, এমন নির্মম বর্বরোচিত শিশু হত্যাকান্ড ছিল পৃথিবীর ইতিহাসে বিরল। এসময় তিনি শিশু রাসেলের বিভিন্ন ঘটনাবহুল জীবনের উপর আলোকপাত করেন।

আলোচনা সভা শেষে শেখ রাসেল স্মৃতি বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ খালেদা জিয়া হল ও চ্যাম্পিয়ন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বিতার্কিকদের হাতে ট্রফি তুলে দেন ভিসি। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত ইবি ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

এদিকে, দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা দিনটি উপলক্ষে দলীয় টেন্ট থেকে র‌্যালি বের করেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে কেক কাটেন তারা।

এর আগে তারা শেখ রাসেল হলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কেক কাটা অনুষ্ঠানে প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. মামুনুর রহমান, সহযোগী অধ্যাপক ও শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ড. সাজ্জাদ হোসেন, শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় এবং সহ-সভাপতি তন্ময় সাহা টনিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ