গজারিয়ায় শেখ রাসেল দিবস পালন
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় শেখ রাসেল দিবস-২০২২ ও ৫৯ তম জন্মদিন উদযাপন উপলক্ষে গজারিয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শেখ রাসেল দিবস-২০২২ ও ৫৯ তম জন্মদিন পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম , ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান নেকী , মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি , গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরী, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী সহ গজারিয়া হাইওয়ে পুলিশ ফাড়ী, গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ ফাড়ী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দফতরের প্রধানগণ।
এমএসএম / এমএসএম