নেত্রকোনায় রাস্তার কাজ শেষ হওয়ার সাথে সাথে ভেঙে যাওয়ার অভিযোগ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী জিসি ভায়া মেন্দিপুর রাস্তাটি এলজিইডির কর্তৃক বাস্তবায়িত করা হয়েছে। কিন্তু কাজ শেষ হতে না হতেই রাস্তার বিভিন্ন স্থানে গর্ত দেখা দিয়েছে, এমনকি বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, দেবে গিয়ে রাস্তাটি ভেঙে পড়ছে- এমনই অভিযোগ করেছেন মেন্দিপুর গ্রামের রফিকুল ইসলামসহ আরো অনেকেই।
রফিকুল ইসলাম বলেন, গ্রামের লোকজন এর আগেও উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীকে ফোনে অভিযোগ করলেও কোনো অভিযোগ আমলে না নিয়ে তাদের ইচ্ছামতো কাজ করে করেছে ঠিকাদার। এমন নিম্নমানের কাজের ফলে রাস্তাটির স্থায়িত্ব নিয়ে জনমনে প্রশ্ন উঠেছিলে। এমনকি নিম্নমানের কাজ পরিলক্ষিত হওয়ায় সোস্যাল মিডিয়া মেন্দিপুর হেল্পলাইন ও জনমনে ব্যাপক আলোচনার ঝড় ওঠে।
গত ২০ জুন সরেজমিন পরিদর্শনে উপজেলা প্রকৌশলী মো. ইউনুস আলী ঘটনাস্থলে উপস্থিত হলে জনরোষে পতিত হয়ে পুনরায় রাস্তা নির্মাণ করে দেয়ার কথা বললেও মিলছে না তার সুফল। তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে কাজটি সম্পন্ন হওয়ার কথা ছিল। রাস্তাটির প্রাক্কলিত ব্যয় ১ কোটি ৬৬ লাখ টাকা, চুক্তি মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা । জিয়াখড়া রোডস অ্যান্ড হাইওয়ের ছেচড়াখালী জিসি রোড ভায়া জিয়াখড়া চেইনেজ ৪৯২৪-৬৯০০ মিটার।
ঠিকাদার সাইফুল ইসলাম, ময়মনসিংহ। মালামলের বিবরণ স্টোন চিপস ১৬ মি.মি ডি/জি পরিমাণ ১০ কেজি, স্টোন চিপস ১২ মি.মি ডি/জি ১০ কেজি,স্টোন চিপস ৬ মি.মি ডি/জি ১০ কেজি,স্টোন ডাস্ট ১০ কেজি, বিটুমিন বিপিসি ২ কেজি হিসাবে কার্যার্দেশ থাকলেও তা মানা হয়নি। তাদের মনমতো কাজ করে যাচ্ছে। কিন্তু এলাকাবাসী কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। রাস্তায় এজিন ব্যবহারের উল্লেখ থাকলেও কোনো জায়গায় করা হয়েছে কোনো জায়গায় নেই। পাথরের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে নিম্নমানে ইটের সুড়কি। রাস্তার দুপাশে তিন ফুট প্রশস্ত করার কথা থাকলেও নিয়ম না মেনে দায়সারাভাবে করছে কাজ। ২৫ মি.লি পিচ করার কথা কিন্তু তাও মানা হয়নি অনেক ক্ষেত্রে।
গ্রামবাসীর অভিযোগ, ‘এমন রাস্তা হইছে কাজ শেষ হইতে না হইতেই ভাঙ্গা শুরু হইছে। পায়ে লাইগা পিচ উঠে যাচ্ছে। রাস্তায় ভিট বালুর পরিবর্তে ব্যবহার করা হয়েছে মাটি। নানা অভিযোগে অভিযুক্ত এই রাস্তাটি। এলাকাবাসী আরো বলেন, রাস্তার কাজ চলমান অবস্থায় উপজেলা প্রকৌশলী অফিসের নৈশপ্রহরী, ইলেকট্রিশিয়ান, এমএলএসএস দ্বারা কাজ তদারকি করা হয়। কাজ পরিদর্শনে আসে না কোনো প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী। এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে শত শত গাড়ী। ঢাকা,ময়মনসিংহ, নেত্রকোণা,মোহনগঞ্জে যাতায়াতের মাধ্যম এটি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রধান ঠিকাদার দিয়ে রাস্তার কাজ না করে সাব ঠিকাদার দিয়ে অফিসের যোগ সাজশে রাস্তার কাজ বাস্তবায়ণ করায় ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এবং দুই সাইডের বর্ধিত অংশে নামমাত্র প্রলেপ দিয়ে কাজ শেষ করে। যার ফলে কাজ শেষ হতে না হতেই ভেঙ্গে পড়ছে রাস্তাটি।
নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, খালিয়াজুরী এলজিইডি অফিসে কাজ ভাল করলেও টাকা ছাড়া বিল পাশ হয় না। দীর্ঘদিন যাবত চলে আসছে এই প্রথা। তিনি আরো বলেন, উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান ২% থেকে ৫% কমিশন না দিলে বিলে স্বাক্ষর করতে চায় না।
এ বিষয়ে জানাতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. ইউনুস আলী মুখস্থ ভাষায় বলেন, গুণমতমান বজায় রেখেই কাজ করা হয়েছে। রাস্তার তথ্য বিষয়ে চাওয়া হলে বলেন আমার কাছে কোনো তথ্য নেই। দেখভাল কিভাবে করেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফটোকপি দিয়ে কাজের দেখভাল করি। উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমানের সম্পর্কে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, দীর্ঘ আট বছর যাবৎ তিনি এখানে কর্মরত আছেন। এতদিন আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন এবং কমিশনের বিষয়ে আমার জানা নেই।
রাস্তার গুণগতমান বজায় রেখে পুনঃনির্মাণের ব্যবস্থা নেবে সরকার এমনটাই প্রত্যাশা অভিযোগকারী ও এলাকাবাসীর।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
Link Copied