ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

দুমকির দক্ষিণ মুরাদিয়া মৌজার ৩০০ একর জমি জবরদখলের পাঁয়তারা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ২:২৪

পটুয়াখালীর দুমকি উপজেলাধীন ৩নং মুরাদিয়া ইউনিয়নের জে এল নং ৩০ দক্ষিণ মুরাদিয়া মৌজার বন্দোবস্ত ভূমিহীন প্রাপ্তিদের চাষাবাদে বাধা সৃষ্টিকারী কুড়ি পাইকা মৌজার ভূমিদস্যু কর্তৃক প্রায় ৩০০ একর জমি জবর দখলের পাঁয় তারার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীন মো. মকবুল শিকদার দুমকি উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।

অভিযোগ সূত্র ও সরেজমিন  দেখা যায়, কুড়ি পাইকা ও মুরাদিয়া মৌজার মধ্যবর্তী লোহালিয়া নদী অবস্থিত। আরএস জরিপে নদীটি মুরাদিয়া মৌজাভুক্ত। কুড়ি পাইকা মৌজার সাথে নদী পয়স্তি হয়েছে। পটুয়াখালী ও দুমকি একই উপজেলা থাকাকালীন সময়ে ১৯৭২-৭৩ সালে ২৯ টি বন্দোবস্ত কেসে কুড়ি পাইকা মৌজা হিসেবে বন্দোবস্ত প্রদান করে।

পরবর্তীতে ১৯৯৮-৯৯ সালে আরো কিছু জমি  পয়স্তি হওয়ায় প্রায় ৩২ একর  জমি বন্দোবস্ত দেয়। পরবর্তীতে ৬ দাগে প্রায় ৫ একর জমিতে আবাসন প্রকল্প বাস্তবায়ন করে ৬টি ব্যারাকে ৬০টি পরিবারকে পূর্ণবাসন করা হয়। দক্ষিণ মুরাদিয়া মৌজায় দিয়ারা  জরিপ হওয়ায় ১৯৭২-৭৩ তথা ১৯৯৮-৯৯ সালে বন্দোবস্ত তথা আবাসন প্রকল্প সহ ২৩৪টি দাগ দক্ষিণ মুরাদিয়া মৌজা হিসেবে ম্যাপ রেকর্ড ভুক্ত করা হয়। উপরোক্ত জমি বন্দোবস্তের জমির পরে উপরোক্ত জমির মুখসায় প্রায় ২০০ একর জমি পয়স্তি হয়েছে। ইহার মধ্যে প্রায় ১০০ একর জমি মুরাদিয়া মৌজা হতে দক্ষিণ মুরাদিয়া ভূমিহীন কৃষকদের মাঝে বন্দোবস্ত প্রদান করা হয়েছে এবং দুমকি উপজেলা হতে বন্দোবস্তকৃত জমি ভূমিহীনদেরকে সার্ভেয়ার কর্তৃক বুঝাইয়া দেওয়া হয়েছে।

দুমকি উপজেলার ভূমিহীনগন উক্ত জমি চাষাবাদ করতে গেলে কুড়ি পাইকা এলাকার ভূমিদস্যু আঃ করিম মোল্লার ছেলে বাবুল মোল্লা ও জাকির মোল্লার নেতৃত্বে লাল খানের ছেলে মান্নান খান, মফেজ হাওলাদার কুট্টির ছেলে সালাম হাওলাদার ও আলম হাওলাদার, কাসেম ফকিরের ছেলে মন্নান ফকির, দুলাল খানের ছেলে মাসুদ খান, আফাজ উদ্দিন এর ছেলে জালাল, জালালের ছেলে জামাল এবং এদের সাথে আবাসন প্রকল্পের  বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাধা সৃষ্টি করে এবং কয়েক বছর পর্যন্ত দক্ষিণ মুরাদিয়া মৌজার ভূমিহীনদের চাষাবাদকৃত জমির ধান জোরপূর্বক কাটে নিয়ে যায়। এবং দক্ষিণ মুরাদিয়া ভূমিহীন চাষীদের বন্দোবস্ত প্রাপ্ত জমিতে তরমুজ চাষের জন্য ভেরীবাদ দেওয়ার পায়তারা চালাচ্ছে।

দুমকি উপজেলা হতে বন্দোবস্ত  প্রাপ্ত ভূমিহীন মো. আলমগীর প্যাদা বলেন,  কুড়িপাইকা ওয়াপদা ভেরীবাদের   ঘর পাশে আমাদের দুমকি উপজেলার দক্ষিন মুরাদিয়া মৌজার  পিলার। দুমকি সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল রেজিট্রি করে তারা কুড়ি পাইকার লোকজন ওয়াপদার পাশে একটি  মসজিদ নির্মাণ করেছে। বন্দোবস্ত প্রাপ্ত ভূমিহীন মো. হানিফ মেগাবান বলেন, আমরা আমাদের বন্দোবস্ত প্রাপ্ত জমিতে প্রতিবছর আবাদ করে ধানের বীজ রোপন করে আসি,  ধান পাকলে কুড়ি পাইকার ভূমিদস্যুরা ধান কেটে নিয়ে যায়। আমাদের রোপণকৃত জমিতে রাতের আধারে গরু মহিষ ছেরে দিয়ে রোপনকৃত বীজ খাওয়াইয়ে নষ্ট করে। তারা আমাদের বন্দোবস্ত প্রাপ্ত জমিতে ভেরীবাদ দিয়ে তরমুজ চাষের পায়তারা চালাচ্ছে। তারা যেন আমাদের বন্দোবস্ত প্রাপ্ত জমিতে ভেরিবার দিতে না পারে সেজন্য প্রশাসনের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি।

দুমকি উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, একটি অভিযোগ পেয়েছি দুমকী থানার ওসিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।

জামান / জামান

রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম

দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন

বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার

অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ

ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার

মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর

ইসলাম ধর্ম কটুক্তি কারী সেই বিএনপি নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার