ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১২:১৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য প্লট বরাদ্দের দাবিতে উত্তরার সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মানববন্ধন করেছে।শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তরা চৌরাস্তা সোনারগাঁ জনপথ রোডে এই মানববন্ধন করা হয়। উত্তরা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে প্রায় দেড় ঘণ্টা ব্যাপী মানববন্ধনে অংশ নিয়েছিল শত শত মানুষ। 

মানববন্ধনে মূল দাবি ছিলো: উত্তরা পশ্চিম থানা ভবন নির্মাণের জন্য সেক্টর- ১৩ সোনারগাঁও জনপথ রোডের ৩১, ৩৩, ও ৩৫ নম্বর প্লট বরাদ্দ দেয়া। প্লট বরাদ্দের জন্য নির্ধারিত ২৫ অক্টোবর নিলাম কার্যক্রম বাতিল করা,  আবাসিক এলাকা থেকে থানা ভবন সরিয়ে নেওয়া, নির্ধারিত স্থানে থানা দ্রুত স্থানান্তর করা। 

মানববন্ধনে বক্তারা বলেন- মেট্রোরেল কার্যক্রম চালু হলে উত্তরা এলাকায় বহু সংখ্যাক মানুষের সমাগম হবে। মেট্রোরেল চালুর পূর্বেই উত্তরা পশ্চিম থানার নামে জায়গা বরাদ্দ দিয়ে থানা দ্রুত স্থানান্তর করতে হবে। সোসাইটির দাবি দীর্ঘ সময় ধরে সোনারগাঁ জনপথে কমার্শিয়াল প্লটগুলো দখল করে চাঁদাবাজির নৈরাজ্য গড়ে ওঠেছে। নামে বেনামে দলের প্রভাব খাটিয়ে কমার্শিয়াল প্লটগুলোতে দোকানপাট গড়ে উঠেছে। এসব প্লটে থানার নিজস্ব ভবন তৈরি করার জন্য বরাদ্দ দিলে সাধারণ জনগণ উপকৃত হবে। এ সময় তাঁরা দাবি পূরণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন। এই বিষয়ে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান বলেন, গত ১৯ অক্টোবর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান বরাবর আমার স্বাক্ষরিত ডিও লেটার দেয়া হয়েছে। সেখানে উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য ৩১, ৩৩ ও ৩৫ এর মোট ৩০ কাঠা জমি বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এছাড়াও রাজউকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। থানাটি যেন নিজস্ব ভবনে যেতে পারে সেজন্য সবাই চেষ্টা করে যাচ্ছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, উত্তরা ওয়েলফেয়ার সোসাইটির মানববন্ধন ও শান্তিপূর্ণ কর্মসূচি নিজ উদ্যোগে করছে। 

উল্লেখ্য, ২০১২ সালের সেপ্টেম্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি অন্যতম ইউনিট হিসেবে উত্তরা পশ্চিম থানার কার্যক্রম শুরু হয়। থানার নিজস্ব জমি না থাকায় দীর্ঘ ১০ বছর ধরে ভাড়া বাড়িতে থানার দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। থানার সার্বিক কার্যক্রম পরিচালনা ও ফোর্সের বসবাসের জন্য পর্যাপ্ত জায়গার অভাব এবং নিরাপত্তার জন্য উপযুক্ত গার্ডরুম ও অস্ত্র গোলাবারুদ রাখার স্থায়ী কোন ব্যবস্থা নেই। থানার নিজস্ব গাড়ি এবং সেবা প্রার্থীদের গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত কোন জায়গা না থাকায় গাড়িসমূহ থানার সম্মুখে রাস্তায় পার্কিং করতে হয়ে। একই সাথে সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন মামলায় জব্দকৃত গাড়িসমূহ থানার আশে-পাশে রাখার ফলে এ রাস্তাসমূহে সার্বক্ষণিক যানজট লেগে থাকে। এর ফলে রাস্তায় চলাচলরত সাধারণ জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
তিনি আরো বলেন, থানা ভবনটি আবাসিক বাড়িতে হওয়ায় ভবনে অফিস ব্যবস্থাপনা অপরিকল্পিতভাবে করা হয়েছে। এছাড়া স্থান সংকুলান না হওয়ায় সেবা প্রার্থীদের কাঙ্খিত সেবা প্রদান সম্ভব হয় না। থানায় অফিসার, ফোর্স ও আনসার সদস্যসহ মোট ২০০ জন জনবল কর্মরত রয়েছে। ব্যারাক না থাকায় ফোর্স ও আনসার সদস্যদের বর্তমানে থানা ভবনের আশেপাশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতে হচ্ছে। থানা ভবনে অফিসারদের অফিস কক্ষ না থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তাদের মামলা তদন্তসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। থানা এলাকায় বসবাসরত নাগরিকগণের এ দুর্ভোগ লাঘবের জন্য পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিকারও চেয়ে আসছেন।

অপরদিকে যত্রতত্র আলামতের গাড়ি রাখাতে গাড়িগুলো নষ্ট হয়ে যায় এবং রাষ্ট্রীয় বিপুল সম্পদ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এতে সাধারণ জনগণের মধ্যে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা, নাগরিক সেবা, নিয়মিত কল্যাণসেবা ও ফোর্সের অন্যান্য নাগরিক এবং জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য কৌশল নির্ধারণের লক্ষ্যে পাশে হয় থানার সকল অফিসারদের নিয়ে সময় সভা আয়োজন করতে হয়। ভাড়া বাড়িতে সভা আয়োজন করার মতো কোন স্থান না থাকায় বর্ণিত কার্যক্রম গ্রহণে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা