লবণ মাঠ বরাদ্দের ফরম বিক্রি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কুতুবদিয়ায়

কক্সবাজারের কুতুবদিয়ায় বিসিকের আওতাধীন ৬৮ টি লবণ মাঠের প্লট বরাদ্দ জন্য ফরম বিক্রিতে অনিয়ম ও অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ফরমের মূল্য ১০০ টাকা নেয়ার কথা থাকলেও উপজেলায় নেয়া হয়েছে ২০০ টাকা। আর ইউনিয়ন পরিষদে নেয়া হয়েছে আরও বেশি। কোন কোন পর্যায়ে তা পৌঁছেছে ৫শত টাকায়। বিসিকের তথ্যমতে ফরম বিতরণ হয়েছে প্রায় ৫ হাজার।
তবে বিসিক কুতুবদিয়া কর্তৃপক্ষ বলেছে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় করা হয়েছে ফরম বিক্রির কার্যক্রম। জানা যায়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কক্সবাজার ২০২২-২৩ মৌসুমের জন্য কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী লবণ প্রদর্শনী কাম প্রশিক্ষণ কেন্দ্রের আওতাধীন লবণ মাঠের ৬৮ টি প্লট সেবা মূল্যের বিনিময়ে প্রকৃত প্রান্তিক লবণ চাষিদের মাধ্যে বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি প্রদান করে। প্রতি প্লটে ৩ কানি (১২০ শতক) লবণ মাঠ (কম/বেশি) হতে পারে। কানি প্রতি সেবামূল্য ধরা হয় ২০ হাজার টাকা। সে হিসেবে প্রতি প্লটের জন্য চাষিকে জমা দিতে হবে ৬০ হাজার টাকা। ফরমের মূল্য ধরা করা হয়েছে ১০০ টাকা।
বিজ্ঞপ্তি অনুযায়ী চাষিরা ফরম সংগ্রহ করতে প্রথম দিন থেকেই কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হুমড়ি খেয়ে পড়ে। এসময় ফরমের মূল্য ২০০ টাকা নিয়ে ১০০ টাকার রশিদ দেয়া হয়েছে বলে জানান চাষিরা। তাতেও সামান্যতম চাপ কমেনি আগ্রহী মানুষের। কাসেম নামের একজন প্রান্তিক লবণ চাষি জানিয়েছেন, সকাল থেকে চেষ্টা করে ২০০ টাকায় একটি ফরম সংগ্রহ করেছেন। তবে তাকে রশিদ দেয়া হয়েছে একশত টাকার। ঘামে ভেজা শরীর দেখে বুঝাই যাচ্ছিল লটারিতে অংশ নিতে মানুষের আগ্রহ। তারমত অন্যদের অবস্থাও ভিন্ন কিছু নয়। বরং হুড়োহুড়িতে আহত হয়েছেন কয়েকজন চাষি।
পরে মানুষের চাপ সহ্য করতে না পেরে ফরম বিক্রির দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের উপর ছেড়ে দেয়া হয়। এসব ইউনিযন পরিষদ সূত্রে জানা যায়, প্রতিটি ফরমের মূল্য ২শ টাকা করে বিসিক কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে হয়েছে। শাহেদ নামের একজন জানিয়েছেন, ইউএনও অফিসে ২শ টাকা নিলেও পরিষদে নিয়েছে ২২০ টাকা থেকে সর্বোচ্চ ৫শত টাকা পর্যন্ত। অতিরিক্ত নেয়া টাকার কোন রশিদ দেয়া হয়নি বলে জানান তিনি।
আবদুল মাবুদ নামের এক বৃদ্ধ চাষি জানিয়েছেন, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই পরিচয় দিয়ে এক ব্যাক্তি ১টি ফরম সংগ্রহ করে দিতে ৪শত টাকা নিয়েছেন। তিনি ফরম না পাওয়ার আশঙ্কায় বাধ্য হয়ে নিয়েছেন। তবে সচেতন মহল জানিয়েছেন, এমন ব্যক্তিও ফরম সংগ্রহ কররছেন যারা কখনো লবণ চাষ করেননি। তারা মূলত লটারি জয়ী হলে চড়া দামে বিক্রির উদ্দেশ্য নিয়ে ফরম সংগ্রহ করেছেন।
এ ব্যাপারে লেমশীখালী লবণ প্রদর্শনী কাম প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জাকের হোছাইন বলেন, ইউএনও স্যারের নির্দেশনায় ফরমের মূল্য দুইশত টাকা নেয়া হয়েছে। একশত টাকা ফরম এবং অন্যান্য খরচ বাবদ একশত টাকা নেয়া হয়েছে। এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)'র ফোনে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত

দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

কুমিল্লায় ৫ বাংলাদেশিকে পতাকা বৈঠকে হস্তান্তর করলো বিএসএফ

সন্ত্রাসী কায়দায় বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে লিগ্যাল নোটিশ

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প: রেলের প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয়

বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিতে ইউপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি

বাগেরহাটে ইসলামী আন্দোলনের প্রার্থী মোল্লা মো. মুজিবুর রহমান শামিমের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

সাবেক চেয়ারম্যান জাফরপত্নী আমিনার জেল

নাগরপুরে টিটিসি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ পারভীন দূর্নীতির সাম্রাজ্য গড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নড়াইল-১ আসনে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

কচাকাটায় চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুতার ভিতরে হেরোইন পাচারকালে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫

স্ত্রীর পরিকল্পনায় যুবদল নেতা শামীম হত্যাকান্ড সংঘটিত হয়
Link Copied