সিত্রাং মোকাবেলায় ডামুড্যা উপজেলা দুর্যোগ কমিটির সভা অনুষ্ঠিত
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পূর্ণাঙ্গ প্রস্তুতি। সোমবার (২৪ অক্টোবর) সকালে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে দুর্যোগ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিশেষ করে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা, দারুলআমান, কনেশ্বর, ইসলামপুর, ধানকাটি শিধলকুড়া ইউনিয়ন ও ডামুড্যা পৌরসভার জন্য সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় ৩০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফারুক আল ইসলামকে প্রধান করে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে ৫ সদস্যের একটি করে স্বেচ্ছাসেবক দল নিয়োগ দেয়া হয়েছে এবং জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অধীনে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. লিটন মুন্সির নেতৃত্বে একটি কন্ট্রোল রুম প্রস্তুত রয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় উপজেলা দুর্যোগ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সার্বিক প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতির বিষয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্তদের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় বিশেষ করে স্বেচ্ছাসেবীদের বিষয়ে গুরুত্ব দেয়া হয়। এক্ষেত্রে ডামুডয়া উপজেলা প্রশাসন, ডামুড্যা স্কাউটস ও প্রত্যেকটি ইউনিয়নের জন্য ৩ সদস্যবিশিষ্ট পৃথক টিম গঠন করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়পরবর্তী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় উপজেলা ছাত্রলীগের সমন্বয়ে পর্যাপ্ত ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়।
ডামুড্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় আমরা ইতিমধ্যেই আমাদের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছি। ধারাবাহিকভাবে আমরা আশ্রয়কেন্দ্রগুলোতে সবোচ্চ খোজখবর রাখছি । এছাড়া স্থানীয়দেরকে শেল্টার সেন্টারগুলোতে চলে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান প্রমূখ।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রবিবার সকাল থেকেই ডামুড্যায় বাতাস প্রবাহিত হওয়ার পাশাপাশি বৃষ্টি হচ্ছে যা রবিবার আরও অনেক বেশি বৃদ্ধি পায়। ধারণা করা হচ্ছে আজ বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানবে। আমরা সবাইকে অনুরোধ করছি সবাই নিরাপদ স্থানে থাকবে,আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন।
এমএসএম / জামান
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল
রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা
Link Copied