ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহে শিক্ষক জুড়োনের বিরুদ্ধে ছাত্রকে পেটানোর অভিযোগ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ৩:৫৬

ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল কবির জুড়োনের বিরুদ্ধে বহুনির্বাচনী পরীক্ষার হলে দশম শ্রেণির ছাত্র মো. রিদওয়ানুল ইসলাম সম্রাটকে বেপরোয়া পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গত বৃস্পতিবার (২০ অক্টোবর) ধর্ম পরীক্ষার দিন দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মো. রিদওয়ানুল ইসলাম সম্রাট সদর উপজেলার আরাপপুর এলাকার মো. রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর আহত ছাত্রের বাবা ওই শিক্ষককে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্র এবং শিক্ষার্থীর বাবার কাছ থেকে জানা গেছে, শিক্ষার্থী মো. রিদওয়ানুল ইসলাম সম্রাট ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র এবং তার ক্লাস রোল নং- ৯,  শাখা ‘খ’, শিফট দিবা। গত ২০ অক্টোবর বৃস্পতিবার অত্র বিদ্যালয়ের রুম নং ২০৩-এ ধর্ম পরীক্ষার দিন অনুমান দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বিজ্ঞান বিভাগের শিক্ষক সিরাজুল কবির জুড়োন পরীক্ষার শেষ ঘণ্টা দিয়ে দিলে উক্ত শিক্ষক জুড়োন শির্ক্ষাথীর কাছ থেকে পরীক্ষার খাতা নিতে এলে তখন ছাত্র বলে- স্যার আমার একটা সৃজনশীল প্রশ্ন ‘সুন্নত কাকে বলে’ প্রশ্নের উত্তর লিখতে বাকি আছে। তখন উক্ত স্যারের নিকট বলে- স্যার ১০ সেকেণ্ডের মতো সময় লাগবে বলে ছাত্র উত্তরটি লিখে দিতে চায়। তখন উক্ত স্যার চুপ থাকেন, কোনো কথা না বলায় শিক্ষার্থী উত্তর লিখতে শুরু করে। ঠিক তখনই শিক্ষক জুড়োন ছাত্রের কাছ থেকে পরীক্ষার খাতা লেখা অবস্থায় টান দিয়ে নিতে গিয়ে ছিঁড়ে ফেলেন। তখন শিক্ষক সিরাজুল কবির জুড়োন ছাত্রকে বলে তুই খাতা ছিঁড়লি কেন এবং শিক্ষক খাতার ছেঁড়া অংশটুকু নিয়ে ফেলে দেয়ার জন্য হাতের মধ্যে মোচড়াতে থাকেন। শিক্ষক ছাত্রকে দোষারপ করার জন্য তার মাথায় পরপর ৬-৭টি বেপরোয়াভাবে চড় মারে।

ঘটনার দিন সে সময় ৩০ মিনিটের বহুনির্বাচনী পরীক্ষা ছিল। কিন্তু উক্ত ছাত্রের পরীক্ষায় ৬-৭ মিনিট দেরি হয়ে যাওয়ার কারণে ৩০ মিনিটে ৩০টি উত্তর দিতে তার পক্ষে সম্ভাব হয়নি। উক্ত শিক্ষকের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যে কোনো মুহূর্তে ছাত্র রিদওয়ানুল ইসলাম সম্রাটের মানসিক বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রের অভিভাবক কোনো অঘটন ঘটনার আশংকা করছেন। পিতা রবিউল ইসলাম তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন।

অনুসন্ধানে জানা যায়, উক্ত শিক্ষক সিরাজুল কবির জুড়োন প্রতিষ্ঠানের ক্লাসে ঠিকমতো না পড়িয়ে অতিরিক্ত ক্লাসে তিনি প্রাইভেট পড়ানো ছাত্রদের আগ্রহ সহকারে পড়ান। উক্ত শিক্ষক কেসি কলেজের পাশে প্রাইভেট পড়ান, যা বিধিবহির্ভূত এবং উক্ত প্রতিষ্ঠানে বিভিন্ন পরীক্ষায় নকল সরবরাহ করে। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানেরও অনেকের নানাবিধ অভিযোগ রয়েছে, যা তদন্ত করলে বেরিয়ে আসবে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সিরাজুল কবির জুড়োন একটি চড় মারার কথা স্বীকার করেন। তবে এ বিষয়ে আর কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. মনিরুল ইসলাম এবং ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দীন বলেন, ছাত্রকে পেটানোর ঘটনাটি ন্যক্কারজনক। এ ঘটনায় ছাত্রের পক্ষ থেকে তার বাবা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। ক্লাসের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখলে সব জানা যাবে এবং ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২

আত্রাইয়ে ফসলি জমির মাটি কাটার মহোৎসব: হুমকিতে কৃষি ও গ্রামীণ জনপথ

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ