ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

কুতুবদিয়ায় নামমাত্র দামে লবণ মাঠের নিলাম


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৮-১০-২০২২ দুপুর ১১:৫৩
কুতুবদিয়ায় নামমাত্র দামে এক সনের জন্য ৪ একর ৪০ শতক লবণ মাঠের সরকারি  ইজারা ভাগিয়ে নিয়েছে একটি সিন্ডিকেট। ২৫ অক্টোবর   সহকারী কমিশনার (ভূমি)'র কার্যালয়ে  রিসিভারি মিচ মামলা ৭৭/৭২-৭৩ মূলে উত্তর ধূরুং মৌজার ৪ একর ৮০ শতক (১২ কানি) লবণ চাষের জমি নিলাম ডাকের আয়োজন করলে চক্রটি অভিনব কৌশল অবলম্বন করে 
মাত্র ১ লাখ ৫৩ হাজার টাকায় চলতি মৌসুমের জন্য উক্ত লবণ চাষের জমি ভাগিয়ে নেয় । যা চলতি বাজার মূল্যের এক তৃতীয়াংশ বলে জানিয়েছেন নিলামে অংশ গ্রহণকারী জহুর আলম। অথচ এক সনের জন্য ওই জমির বর্তমান বাজার দর কানি প্রতি ৪০ হাজার। অর্থাৎ ১২ কানির সর্বমোট বর্তমান বাজার দর দাঁড়ায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
 
ভুক্তভোগী জহুর আলম জানান, ডাককারিদের একটি সিন্ডিকেট  অভিনব পথ বেছে নিয়ে পাতানো নিলামে অংশ গ্রহণ করায় সরকার উক্ত লবণ মাঠের ন্যয্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে। সিন্ডিকেটের সদস্যদের মধ্যে একজন ১ লাখ ৫৩ হাজার ডাকার পরপর আরেকজন অস্বাভাবিকভাবে ১০ লাখ ডাকে। পরিকল্পনামতে তিনি ডাক সারেন্ডার করে সিন্ডিকেটের অন্য সদস্যের মাধ্যমে নামমাত্র দামে ইজারা হাতিয়ে নিয়েছে তারা। এতে বিস্ময় প্রকাশ করেছেন অপর ডাককারিসহ স্থানীয়রা।
 
জানা যায়, উত্তর ধূরুং মৌজার বি,এস ১৫৬৭ নং খতিয়ানের জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের জের ধরে গিত ১৯৭৩ সালে একটি এম.আর মামলা (এম.আর ১৩৫/৭৩) ও রিসভারী মিচ মামলা (মামলা নং-৭৭/৭২-৭৩) রুজু হয়। মামলার প্রেক্ষিতে সরকার ৪ একর ৮০ শতক জমি প্রতি বছর সরকারিভাবে নিলাম ডাক দিয়ে আসছে।
 
জহুর আলম সাংবাদিকদের জানান, গত ২৫ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে ওই জমিতে রিসিভার নিয়োগের  ডাক দিলে তিনি সহ ৭ জন ব্যক্তি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের ৪ জন আত্মীয়তার সুবাধে একটি সিন্ডিকেট করে প্রকাশ্য ডাকে অংশ নেন। শুরুতে ১ম ডাককারি সাইফুল ৭০ হাজার টাকা উল্লেখ করে ডাক দেন ২য় ডাককারি জহুর আলম ১দলাখ ২০ হাজার টাকা ডাক দিলে ১ম ডাককারির আপনভাই গিয়াস উদ্দিন ১ লাখ ৫৩ হাজার টাকা ডাকেন।
 
পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী ১ম এবং ৩য় ডাককারির আরেকভাই আজম এক লাফে ১০ লাখ টাকা ডাক দিয়ে অন্য কাউকে ডাকার সুযোগ দেয়নি। এরপরে উপজেলা নির্বাহী অফিসার সর্বোচ্চ ডাককারি হিসেবে আজমের নাম ঘোষণা করায় আজম ইচ্ছাকৃতভাবে সারেন্ডার করলে উপজেলা নির্বাহী অফিসার ২য় সর্বোচ্চ ডাককারি  গিয়াস উদ্দিনের (১ লাখ ৫৩ হাজার টাকা) নাম ঘোষণা করেন।
 
এদিকে ইজারাকৃত ৪ একর ৮০ শতক জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। পরস্পর যোগসাজসে ওই জমি মাত্র ১ লাখ ৫৩ হাজার টাকায় ইজারা দেওয়ায় পুনরায় ইজারা দেওয়ার দাবী জানিয়েছেন অপর ডাককারি জহুর আলম।
 
 এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর তঞ্চঙ্গ্যা বলেন,যথাযথ নিয়ম  ও শর্ত প্রকাশ এবং মেনে প্রকাশ্য ডাকের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। সর্বোচ্চ ডাককারি সারেন্ডার করায় নিয়মানুযায়ী ২য় সর্বোচ্চ ডাককারিকে ইজারা প্রদান করা হয়েছে। ২য় সর্বোচ্চ ডাককারিও যদি সারেন্ডার করত তাহলে নিয়মানুযায়ী ৩য় সর্বোচ্চ ডাককারিকে ইজারা প্রদান করা হতো।

এমএসএম / এমএসএম

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন

বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি

জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু