চন্দ্রঘোনার কেপিএম-মিশন সড়কে ঝুঁকিপূর্ণ গর্তের সৃষ্টি, যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম আবাসিক এলাকা থেকে চন্দ্রঘোনা মিশন সংযোগ সড়কটির শোচনীয় অবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এবং কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে অবস্থিত সড়কটির মাঝখানে একটি বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। যেই গর্তটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। গর্তটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন, তাছাড়া যাত্রীরাও ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকোন সময় সড়কটির এই অংশ ভেঙে গিয়ে সম্পূর্ণ সড়কটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এছাড়া সড়কটির বেশিরভাগ অংশ যান চলাচলের উপযোগী নয় এবং এই চিত্র তুলে ধরে সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। যেখানে কেপিএম আবাসিক এলাকার মধ্যে পোস্ট অফিস, চন্দ্রঘোনার দুইটি গুরুত্বপূর্ণ ব্যাংক অবস্থিত হওয়ায় প্রায়সময় দুর দুরান্ত থেকে মানুষের আগমন ঘটে। বিশেষ করে ব্যাংক ও পোস্ট অফিসে বয়োজেষ্ঠ ব্যাক্তিরা আসতে গিয়ে নানা দুর্ভোগে পড়তে হয়। তাছাড়া স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং অনেক রোগীদের এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। তারাও সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে বিভিন্ন অসুবিধার স্বীকার হচ্ছে। তাছাড়া একটু বৃষ্টি হলেই পানি জমে সড়কটির অবস্থা শোচনীয় হয়ে পড়ে। বর্তমানে সড়কের মাঝে সৃষ্ট বড় গর্তটি সড়কের ঝুঁকিটি অনেকটা বাড়িয়ে দিয়েছে। যেকোন সময় এই গর্তটিতে দুর্ঘটনার আশংকা রয়েছে।
সড়কে চলাচলকারী কয়েকজন জানান, দিন দিন সড়কটির অবস্থা অনেক খারাপ হচ্ছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, এখনো পর্যন্ত সড়কটির মেরামত না হওয়াতে হতাশ হয়ে পড়েছে স্থানীয়রা। সকলেই দ্রুত সময়ে সড়কটি ব্যবহারের উপযোগী করার আহবান জানিয়েছেন।
এদিকে এ বিষয়ে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, সড়কটির বেহাল অবস্থা নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এবং আশার খবর হচ্ছে, চলতি বছরের আগামী ডিসেম্বরে সড়কটি মেরামতের কাজ শুরু হবার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)
সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
Link Copied