কাশিয়ানীতে ব্যতিক্রমী ভেলা বাইচ প্রতিযোগিতা
খাল, বিল আর নদী মাতৃক দেশ বাংলাদেশ। তবে খাল বিল আর নদীতে পানি কমে যাওয়া গ্রামগঞ্জে কমে এসেছে নৌকা বাইচ প্রতিযোগিতা।তবে নৌকা বাইচের স্বাদ নিতে বিকল্প হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে অনুষ্ঠিত হলো কলাগাছের তৈরি ব্যতিক্রমী ভেলার বাইচ প্রতিযোগিতা।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে কাশিয়ানী উপজেলার চকবনদোলা গ্রামের তরুণ সমাজের উদ্যোগে কুমার নদে এ ভেলা বাইচের আয়োজন করা হয়।কুমার নদে অনুষ্ঠিত এ ভেলার বাইচ প্রতিযোগিতায় ২৫টি ভেলা অংশ নেয়। প্রতিটি ভেলায় ছিল তিনজন করে মাঝি। হই-হুল্লোর করে কয়েক রাউন্ডে চলে এ প্রতিযোগীতা। কোন পুরস্কার না থাকলেও নিজ উদ্যোগে অংশগ্রহণ করেন তারা।
এ ব্যতিক্রমী প্রতিযোগিতা দেখতে বিকাল থেকেই ভীড় করেন চকবন দোলা ও হোগলাকান্দি গ্রামের বিভিন্ন বয়সের মানুষ। নদীর দু’পাড়ে দাঁড়িয়ে এ বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন।ভেলা বাইচ দেখতে আসা রনি শেখ বলেন, নিদৃস্ট কিছু উপলক্ষ ছাড়া এখন নৌকা বাইচ দেখা যায় না। এখানে ভেলা বাইচ অনুষ্ঠিত হবে শুনে দেখতে এসেছি। দেখে খুব ভাল লাগলো।শিক্ষার্থী প্রসীদ কুমার বলেন, এর আগে কখনো ভেলা বাইচ দেখিনি। এবারই প্রথম দেখলাম। দেখে খুব ভাল লাগছে। আশা করি আগামীতেও এমন বাইচ দেখতে পারবো।
এলাকাবাসী হাসান মিনা বলেন, তরুন সমাজের উদ্যোগে ব্যাতিক্রমী ভেলা বাইচের আয়োজন করা হয়েছে। এখন নৌকা বাইচ প্রতিযোগীতারে আয়োজন কমে যাওয়ায় ভেলা বাইচের আয়োজন করা হয়েছে। এতে গ্রামবাসী কিছুটা সময়ের জন্য হলেও আনন্দ উপভোগ করতে পেরেছে।
এমএসএম / এমএসএম
নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম
চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা
কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল
ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল
ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি
পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী
গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি
বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক
রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল