ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মাদরাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে কাজ করছে সরকার : নাহিম রাজ্জাক এমপি


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ৪:১৬

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নাহিম রাজ্জাক বলেছেন, পিছিয়ে পড়া মাদরাসা শিক্ষার সর্বোচ্চ উন্নয়ন ও আধুনিকায়ন হয়েছে বিগত বছরগুলোতে। মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকয়ানে কাজ করছে বর্তমান সরকার। হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতি সবসময়ই আমার সুনজর থাকবে। মাদরাসার প্রতি আমার প্রয়াত বাবা আলহাজ আব্দুর রাজ্জাক এর অনেক অবদান রয়েছে। 

তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ব্যাপক উন্নয়নকাজ করে গেছেন, ডামুড্যার মাদ্রাসার উন্নয়নে বিগত দিনেও ব্যাপক কাজ করা হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি সব সময় কাজ করে যাব।এর ফলে তরুণ সমাজের ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মূল ধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পথে এগোচ্ছে সরকার।

সিড্যা হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্থর স্থাপনের সময় তিনি ১০ লক্ষ টাকার নিজ তহবিল দেন অনুদান দেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে যেন কাজ করে যেতে পারেন সে জন্য সবার দোয়া চান। নিজ নির্বাচনি এলাকায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্য নাহিম রাজ্জাক এমপি এসব কথা বলেন। এসময় তিনি সিড্যা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়ে আলোচনা করেন।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নে সিড্যা হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।

শনিবার (২৯ অক্টোবর ) বেলা ১১ টায় সিড্যা হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সালেহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নাহিম রাজ্জাক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাদী জিল্লু রহমান, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইনু বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন মোল্যা,ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, শরীয়তপুর জেলা প্ররিষদের সদস্য সৈয়দ ইকবাল হোসেন ওসমান মীর, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা,ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, উপজেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক জুলহাস মাদবর, দপ্তর সম্পাদক দেলোয়ার সরদার, সূধী সমাজ,সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রমুখ।

প্রীতি / জামান

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা