ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

পাথরঘাটায় স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ৪:১৯

বরগুনার পাথরঘাটা উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায় পঙ্কজ গংদের গণপিটুনিতে মতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৯ অক্টোবর) রাত ১টার দিকে। ঘটনাস্থল থেকে মঠবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (৩০ অক্টোবর) সকাল ৬টার দিকে মতিয়ার রহমানের মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মতিয়ার রহমান উপজেলার রায়হানপুর ২নং ওয়ার্ডের মৃত কেরামত আলী জোমাদ্দারের ছেলে। তার ঘরে ৮ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

ঘটনার বিবরণ জানতে চাইলে মৃত মতিয়ার রহমানের স্ত্রী জানান, শনিবার রাত ১টার দিকে তার স্বামী বাড়িতে এসে নিজে নামাজ আদায় করেন এবং তার স্ত্রীকেও নামাজ পড়তে বলেন। এরপর হঠাৎ করেই প্রায় ১৫-১৬ জন পুরুষ ও মহিলা তাদের বসতঘরে প্রবেশ করে তার স্ত্রীকে ৪-৫ মিলে রশি দিয়ে বেঁধে রাখে এবং তাকে কোনো শব্দ না করার হুমকি দেয়। এদিকে তার স্বামীকে বাকি পুরুষ ও মহিলারা মারধর করতে করতে ঘর থেকে বাইরে নিয়ে মারধর করতে থাকে। স্ত্রীকে ঘরে বেঁধে রেখে সকলে চলে যায়। কিছুক্ষণ পর মৃত মতিয়ার রহমানের ছোট ভাই খবর শুনে ঘরে প্রবেশ করে তার ভাবিকে রশি থেকে মুক্ত করেন এবং তার ভাইকে খুঁজতে খুঁজতে দেখেন পাশেই একটি খোলা জায়গায় বেহুশ অবস্থায় পড়ে আছেন।

কোনো গতি না পেয়ে ৯৯৯-এ কল করলে পাথরঘাটা থানার অফিসার মো. আলী হোসেন ও তার সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর অ্যাম্বুলেন্স এনে মঠবাড়িয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে ডিউটিরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে শরীরে বড় কোনো আঘাত বা ক্ষতচিহ্ন ছিল না। তার গলায় হাত দিয়ে টিপে ধরা এবং বুকে কালো কালো দাগসহ অণ্ডকোষের একটি বিচি গলে যাওয়া পাওয়া যায়। 

তার স্ত্রী আরো জানান, আক্রমণকারী ১৫-১৬ জনের মধ্য থেকে ৮-৯ জনকে তিনি সরাসরি দেখতে পান। তাদের মুখে কোনো কাপড় ছিল না।  এরা হলো- প্রতিবেশী পঙ্কজ খরাতি (৬০), তার স্ত্রী সঞ্জিতা ও তার দুই ছেলে পলাশ খরাতি (২৪) ও প্রসান্ত খরাতি (২০)। সাথে দুই মেয়ে পপি ও সমাপ্তি। আরো ছিল- শিশির খরাতি ও তার মেয়ে সিমাসহ বেশ কয়েকজন।

তার স্ত্রী আরো বলেন, প্রতিবেশী পঙ্কজ খরাতির সাথে প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে আমাদের বিরোধ চলছে। এতদিনে যত সালিশি হয়েছে কোনো সালিশি তারা মানেনি। হয়তো তারই জের ধরেই আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে।

জানতে চাইলে ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. মাসুদ আলম বলেন আনুমানিক রাত আড়াইটার দিকে আমাকে ফোন করা হয়। ফোন পেয়ে আমি সিঅ্যান্ডবি বাসস্টান্ডে এলে ততক্ষণে মতিয়ার রহমানকে মঠবাড়িয়া পাঠানো হয়। উপস্থিতিদের সাথে কথা বলতে বলতে রাত প্রায় ৪ টা বাজে। তখন আমি বাড়িতে চলে যাই। সকালে ঘুম থেকে উঠে শুনি মতিয়ার রহমান মৃত্যুবরণ করেছেন। খবর শুনে সকলে মঠবাড়িয়া পৌছাই। ওখান থেকে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়।

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাতে বিষয়টি এত গুরুতর হবে তা কেউ বুঝতে পারিনি। তবে মামলা এখনো হয়নি। মামলা হবে কি-না সেটা মৃতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হবে।

এদিকে ঘটনাস্থলে গেলে অভিযুক্তদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।

প্রীতি / জামান

ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা

বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন