ঠিকানা গোপন করে সরকারি চাকরি
নিজের ঠিকানা গোপন করে সুনামগঞ্জ জেলা কোটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি লাভ করেন। স্ত্রী চাকরিজীবী এই মর্মে ভুয়া ও নামস্বর্বস্ব প্রতিষ্ঠানের প্রত্যয়ন দিয়ে সেখান থেকে বদলি হয়ে আসেন নিজ জেলায়। সরকারি চাকরির বয়সকাল ১১ বছরের বেশি হলেও এখনো সম্পন্ন হয়নি পুলিশ ভেরিফিকেশন- এমন অভিযোগ উঠেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মমিনুল ইসলামের বিরুদ্ধে।
মো. মমিনুল ইসলাম জেলার সদর উপজেলায় মেদনি ইউনিয়নে নিশ্চিন্তপুর গ্রামের মৃত মো. সামছুউদ্দিন খানের ছেলে। তার নিজের এবং নানা ও শ্বশুরবাড়ি একই গ্রাম নিশ্চিন্তপুরে। ভোটার তালিকা ও স্থানীয়দের সাথে কথা বলে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
আরো জানা যায়, তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। সেখানকার ঠিকানা ব্যবহার করে পরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি লাভ করেন এবং নিকাহনামায় জগন্নাথপুরের ঠিকানা উল্লেখ আছে।
এ ধরনের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে প্রাপ্ত কাগজপত্রাদি পর্যালোচনায় জানা গেছে, মমিনুল ইসলাম সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নাগরিগত্ব ও সেখানকার জন্ম সনদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হন। তিনি ২০০৯ সালের মে মাসের ৪ তারিখ জগন্নাথপুরের কবিরপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম কর্মস্থলে যোগদান করেন। তার স্ত্রী মোছা. নাজমা আক্তার ‘পারি মাল্টিপারপাস’ নেত্রকোনা কেন্দ্রের ‘কমিউনিটি অর্গানাইজার’ পদে কর্মরত- এই মর্মে প্রত্যয়নপত্রের বিপরীতে সেখান থেকে ২০১৫ সালের মার্চের ২৯ তারিখ নেত্রকোনার বারহাট্টার মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। পরে ‘অধিক্ষেত্রে’ বদলি হয়ে ২০১৮ সালের এপ্রিলের ৪ তারিখ থেকে সাহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দায়িত্ব পালন করছেন।
মমিনুল ইসলামের প্রাপ্ত তথ্য যাচাইয়ে আরো দেখা যায়, চাকরিতে দেয়া তথ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার বাসিন্দা হলেও ভোটার তালিকা ও স্থানীয়দের তথ্যমতে তার প্রকৃত বাড়ি নেত্রকোনা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। শুধু তাই নয়, নানা ও শ্বশুরবাড়ি একই গ্রাম নিশ্চন্তপুরে। এমনকি সরকারি চাকরিকাল ১১ বছরের অধিক হলেও এখনো সম্পন্ন হয়নি ওই শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন। জন্ম নিবন্ধন (পুরাতন) জগন্নাথপুর এলাকার হলেও ভোটার তালিকা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র নেত্রকোনায়। ১৭ ডিজিটের জন্মনিবন্ধন অনলাইনে সম্পন্ন করার ঘোষণা থাকলেও তা এখনো সম্পন্নই হয়নি।
বিদায়ী (বদলি হওয়া) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, নেত্রকোনায় তিনবছরের অধিক সময়ে দায়িত্বে থাকাকালীন প্রায় মিটিংয়ে ও বিদ্যালয়গুলোতে চিঠি দিয়ে শিক্ষকদেরকে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য বহুবার তাগিদ দিয়েছি।
প্রকৃত পরিচয় গোপনের পরেও অভিযোগের পাল্লা এখানে শেষ নয়। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তার স্ত্রী নাজমা আক্তার ‘গৃহিনী’ এবং কখনো চাকুরীই করেননি। অথচ বদলি জন্য স্ত্রীর কর্মস্থল উল্লেখ করে যে প্রত্যয়নপত্র তাতে নেই প্রতিষ্ঠানের ঠিকানা এবং স্বাক্ষরদাতার নামও।
এব্যাপারে নেত্রকোনা সমবায়ের জেলা, বারহাট্টা ও সদর উপজেলা অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, তাদের জানা মতে পারি মাল্টিপারপাস’ নামে কোন প্রতিষ্ঠান নেই- এমনটাই জানান সদর উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন।
‘মমিনুল ইসলামের গ্রামের বাড়ি নিশ্চিন্তপুরে ও তার স্ত্রী নাজমা আক্তার চাকরিই করেননি’ এ তথ্য নিশ্চিত করেন নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আবু সিদ্দিক। সম্পর্কে তারই (মমিনুল) আপন মামা।
মো. মমিনুল ইসলামের কাছে গ্রামের বাড়ির ঠিকানা জানতে চাইলে তিনি বারবার এড়িয়ে যান। পরে বদলীর জন্য স্ত্রী চাকরিজীবি মর্মে ভুয়া ও নামস্বর্বস্ব প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা অফিস বুঝবে। অফিসের কাছে আপনি তথ্য চেয়েছেন সব তথ্য অফিসকে দিয়েছি এবং যা নেওয়ার দরকার সেখান থেকে নিয়ে নেন। এটাই আমার শেষ কথা।’
বারহাট্টা ইউএনও এস.এম. মাজহারুল ইসলাম বলেন, ‘আপনার কাছ থেকে শুনলাম। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন জানান, ‘বিষয়টি আগে জানা ছিল না। খতিয়ে দেখা হবে’ জানান তিনি।
এমএসএম / জামান
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বাচ্চুকে শুভেচ্ছা জানালেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ সদর থানার নেতৃবৃন্দ
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ
কোটালীপাড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে এন্তার অভিযোগ, তদন্তে এসে তোপের মুখে শিক্ষা কর্মকর্তারা
দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় কৃষকের উন্নয়ন স্পষ্ট—হাজী ইয়াছিন
মধুখালীতে ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে, শালিখা'র বিস্তীর্ণ ফসলের মাঠ
বান্দরবানে অবৈধ কাঠ ডিপো ও চেরাই মিলে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ কাঠ জব্দ.
বারহাট্টার সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়
টাঙ্গাইলে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন
কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট আটক
Link Copied